Gautam Gambhir

সচিন থেকে সাইনা, বায়ুসেনাকে অভিনন্দন জানাল ক্রীড়ামহল

ভারতীয় বায়ুসেনাকে প্রশংসায় ভরিয়ে দিল ক্রীড়ামহল। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে সাইনা নেহওয়াল, নানা খেলার তারকারা সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানালেন বায়ুসেনাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৪
Share:

টুইটের মাধ্যমে সাইনা, সচিন অভিনন্দন জানালেন ভারতীয় বায়ুসেনাকে।

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশের ঘাঁটি ধ্বংসের জন্য ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানাল ক্রীড়ামহল। নানা খেলার তারকারা সোশ্যাল মিডিয়ায় বায়ুসেনার অভিযানকে প্রশংসায় ভরিয়ে দিলেন।

Advertisement

সবার আগে এই ব্যাপারে পোস্ট করেছিলেন বীরেন্দ্র সহবাগগৌতম গম্ভীর। সচিন তেন্ডুলকর, শিখর ধওয়ন, যুজবেন্দ্র চহাল, অজিঙ্ক রাহানে, সুরেশ রায়নার মতো ক্রিকেটাররা অভিনন্দন জানান বায়ুসেনাকে। সাইনা নেহওয়াল, কিদাম্বি শ্রীকান্তের মতো ব্যাডমিন্টন তারকারাও বায়ুসেনার অভিযানে গর্বিত হওয়ার কথা জানান।

মঙ্গলবার ভোর সাড়ে তিনটের সময় বায়ুসেনার ১২টি মিরাজ যুদ্ধবিমান পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। বালাকোট, চাকোটি এবং মুজফ্‌রাবাদে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই-তৈবার ঘাঁটি। পুলওয়ামা কাণ্ডের পরিপ্রেক্ষিতেই এই অভিযান। জইশ আবার হামলার পরিকল্পনা করছিল বলেও জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

Advertisement

ভারত পাক সম্পর্কের উত্থান পতন সম্পর্কে আপনি কতটা জানেন?

আরও পড়ুন: অশ্বিনকে টপকাতে বুমরার চাই আর মাত্র দুই উইকেট​

আরও পড়ুন: সবচেয়ে বড় জইশ জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে বায়ুসেনা, জানাল বিদেশমন্ত্রক​

টুইটারে সহবাগ লিখেছেন, “ছেলেরা সত্যিই দারুণ খেলেছে।” গম্ভীর লিখেছেন, “জয় হিন্দ, আইএএফ।” সচিন লিখেছেন, "আমাদের ভদ্রতাকে যেন কখনই দুর্বলতা বলে মনে করা না হয়। আমি স্যালুট জানাচ্ছি বায়ুসেনাকে।" চহাল লেখেন, "ভারতীয় বায়ুসেনা, বহৎ হার্ড, বহৎ হার্ড।" শিখর ধওয়ন লেখেন, "আমি বায়ুসেনার ফাইটারদের সাহস ও সময়মতো এই কাজের জন্য সেলাম জানাচ্ছি।" রাহানে লেখেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে অত্য়ন্ত জরুরি বার্তা দিয়েছে বায়ুসেনা। তোমাদের জন্য আমরা গর্বিত।" কিদাম্বি লেখেন, "হ্যাটস অফ বায়ুসেনাকে, সন্ত্রাসবাদকে আঘাত হানার জন্য। প্রত্যেক ভারতীয় তোমাদের জন্য গর্বিত।" সাইনা লেখেন, "ভারতীয় বায়ুসেনাকে বিগ স্যালুট।"

প্রসঙ্গত, বায়ুসেনার এদিনের অভিযানের পর বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচকে আরও অনিশ্চিত দেখাচ্ছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই ব্যাপারে সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে বলে জানিয়েছে। ভারত অধিনায়ক বিরাট কোহালিও এই ব্যাপারে সরকার ও বোর্ডের সিদ্ধান্ত মেনে নেবেন বলে মন্তব্য করেছেন।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন