IPL 2020

ফিরছেন নারাইন? মুম্বইকে হারাতে আজ কেমন হতে পারে নাইটদের সম্ভাব্য একাদশ

৭ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে কলকাতা রয়েছে চার নম্বরে। অন্য দিকে সমসংখ্যক ম্যাচ খেলে মুম্বই ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। গত ম্যাচে ব্যাঙ্গালোরের কাছে ৮২ রানে হার বেশ চিন্তায় রাখবে নাইটদের। চার বারের আইপিএল বিজয়ীদের বিরুদ্ধে কেমন দল চাইবেন কার্তিক? ফিরিয়ে আনবেন বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠা নারাইনকে? না কি তাঁর দলে হবে অন্য কোনও পরিবর্তন?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ০৯:১৮
Share:
০১ ১২

৭ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে কলকাতা রয়েছে চার নম্বরে। অন্য দিকে সমসংখ্যক ম্যাচ খেলে মুম্বই ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। গত ম্যাচে ব্যাঙ্গালোরের কাছে ৮২ রানে হার বেশ চিন্তায় রাখবে নাইটদের। চার বারের আইপিএল বিজয়ীদের বিরুদ্ধে কেমন দল চাইবেন কার্তিক? ফিরিয়ে আনবেন বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠা নারাইনকে? না কি তাঁর দলে হবে অন্য কোনও পরিবর্তন?

০২ ১২

শুভমান গিল: দুরন্ত ফর্মে রয়েছেন পঞ্জাবতনয়। ওপেনিংয়ে তাঁকে পরিবর্তন করতে চাইবেন না কার্তিক। চলতি টুর্নামেন্টে নাইটদের হয়ে এখনও অবধি সব চেয়ে বেশি রান এসেছে তাঁর ব্যাট থেকেই। ৭ ম্যাচে ২৫৪ রান করে ফেলেছেন তিনি।

Advertisement
০৩ ১২

রাহুল ত্রিপাঠি: গত ম্যাচে ওপেন করতে নামেননি। কলকাতাকে ভুগতেও হয়েছিল শুরুতে। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে শুভমানের সঙ্গী হিসেবেই দেখতে চাইবেন কলকাতাভক্তরা।

০৪ ১২

নীতীশ রানা: তিন নম্বরে এই দলে তিনিই সেরা। বল হাতে তাঁকে দেখা না গেলেও ব্যাটসম্যান নীতীশ ফর্মে আছেন। ৭ ম্যাচে তিনি করেছেন ১৫০।

০৫ ১২

ইয়ন মর্গ্যান: গত ম্যাচে ব্যর্থ হলেও মিডল অর্ডারে তিনি দলের অন্যতম ভরসা। দ্রুত রান তোলা হোক বা উইকেট আটকে রাখা, তাঁর ওপর ভরসা করাই যায়। নিয়মিত রান পেয়েছেন আগের ম্যাচগুলোতে। মুম্বইয়ের বিরুদ্ধে তিনি কি পারবেন এ বারের টুর্নামেন্টে নিজের প্রথম হাফ সেঞ্চুরিটা করতে?

০৬ ১২

দীনেশ কার্তিক: তাঁর ব্যাটে রান দেখে নিশ্চিন্ত হয়েছিল কলকাতা। গত ম্যাচে ফের ব্যর্থতা কপালে ভাঁজ ফেলতে বাধ্য। এ বারের টুর্নামেন্ট ব্যাটসম্যান কার্তিকের পক্ষে খুব ভাল বিজ্ঞাপন নয়। ৭ ম্যাচে মাত্র ১০৮ রান, গড় ১৫.৪২।

০৭ ১২

আন্দ্রে রাসেল: কাঁধের চোট চিন্তায় রাখলেও গত ম্যাচে তাঁকে খেলতে দেখা গিয়েছে। মুম্বইয়ের বিরুদ্ধেও ক্যারিবিয়ান অলরাউন্ডারকে দলে চাইবেন কার্তিক। ব্যাট হাতে তিনি জ্বলে উঠলে শেষের দিকের ওভারে বেশ কিছুটা স্বস্তি পাবে কেকেআর।

০৮ ১২

সুনীল নারাইন: গত ম্যাচে তাঁকে দেখা যায়নি। প্রশ্ন উঠেছে তাঁর বোলিং অ্যাকশন নিয়েও। তবে তাঁর মতো কৃপণ বোলারকে ড্রেসিংরুমে নয় মাঠেই দেখতে চাইবে কলকাতা ফ্যানেরা।

০৯ ১২

প্যাট কামিন্স: এখনও অবধি তাঁর ঝুলিতে মাত্র দুই উইকেট। দলের প্রধান বোলারের থেকে আরও বেশি উইকেট আশা করতেই পারেন নাইটরা। টুর্নামেন্টে সেরাদের হারাতে গেলে তাঁকে ফর্মে ফিরতেই হবে।

১০ ১২

কমলেশ নাগরকোটি: গত বার তাঁকে‌ না খেলাতে পারলেও ছেড়ে দেয়নি কেকেআর। এই মরসুমে ফল পাচ্ছে তারা। ৬ ম্যাচে ৪ উইকেট নিয়ে আশা জাগাচ্ছেন ভারতীয় ক্রিকেটেও।

১১ ১২

প্রসিদ্ধ কৃষ্ণ: ২ ম্যাচে ৪ উইকেট নিয়ে তিনি এখন কলকাতার অন্যতম ভরসা। পিছনে ফেলে দিয়েছেন শিবম মাভিকে। আজকের ম্যাচেও তাঁর ওপরেই ভরসা রাখবেন কার্তিক।

১২ ১২

বরুণ চক্রবর্তী: বিস্ময় স্পিনারের ভেল্কিতে দলের বাইরে থাকতে হচ্ছে কুলদিপ যাদবকেও। ৬ ম্যাচে ৫ উইকেট নিয়ে তাঁর স্পিনের যাদু বিস্তার করেছেন আইপিএলে। আবু ধাবির মাঠে তাঁর ঘূর্ণিতে মুম্বইকে কি বিপাকে ফেলতে পারবে নাইটরা?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement