Jos Buttler

IPL 2022: আট দিনের মাথায় নবম ম্যাচে এ বারের আইপিএলে প্রথম শতরান এল জস বাটলারের ব্যাট থেকে

আগের আইপিএলেও শতরান করেছিলেন বাটলার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেই শতরান আসে। ৬৪ বলে ১২৪ রান করেছিলেন সেই ম্যাচে। শনিবার ১৯তম ওভারে শতরান করেন বাটলার। নবম বিদেশি ব্যাটার হিসাবে আইপিএলে দুই বা তার বেশি শতরানকারীর তালিকায় ঢুকে পড়লেন তিনি। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২২ ১৭:৩৫
Share:

শতরানের পর বাটলার। ছবি: আইপিএল

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান করলেন জস বাটলার। রাজস্থান রয়্যালসের হয়ে ওপেন করতে নেমে ৬৮ বলে ১০০ রান করেন ইংরেজ ব্যাটার।

২৬ মার্চ থেকে শুরু হয়েছিল এ বারের আইপিএল। আট দিনের মাথায় নবম ম্যাচে খেলতে নেমে প্রথম শতরান এল এ বারের আইপিএলে। যশপ্রীত বুমরা, কাইল মিলসদের বিরুদ্ধে ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন বাটলার। যশস্বী জয়সবাল শুরুতেই আউট হয়ে যাওয়ার পর, রাজস্থানের হয়ে রান করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন বাটলার। শনিবার দুপুরের ম্যাচে পাঁচটি ছয় এবং ১১টি চার মেরেছেন তিনি।

Advertisement

গত বারের আইপিএলেও শতরান করেছিলেন বাটলার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেই শতরান আসে। ৬৪ বলে ১২৪ রান করেছিলেন সেই ম্যাচে। শনিবার ১৯তম ওভারে শতরান করেন বাটলার। নবম বিদেশি ব্যাটার হিসাবে আইপিএলে দুই বা তার বেশি শতরানকারীর তালিকায় ঢুকে পড়লেন তিনি।

বাটলারের ব্যাটে ভর করে ১৯৩ রান তোলে রাজস্থান। রোহিত শর্মার মুম্বইকে জিততে হলে ১৯৪ রান তুলতে হবে। ব্যাট করতে নেমে শুরুতেই রোহিতের উইকেট হারায় মুম্বই।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন