Mohammed Siraj

T20 World Cup 2021: টেস্টে ভাল বল করেও নেই টি২০ বিশ্বকাপে! চিন্তিত নন সিরাজ

১৭ অক্টোবর থেকে শুরু টি২০ বিশ্বকাপ। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ১৮:০০
Share:

টেস্ট ক্রিকেটে নজর কাড়েন মহম্মদ সিরাজ। —ফাইল চিত্র

ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটে নজর কাড়েন মহম্মদ সিরাজ। তার পরেও টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা হয়নি তাঁর। তা নিয়ে যদিও ভাবতে রাজি নন ভারতীয় পেসার।

এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সিরাজ বলেন, “নির্বাচন আমার হাতে নেই। টি২০ বিশ্বকাপ খেলা আমার স্বপ্ন। তবে এটাই শেষ বিশ্বকাপ নয়। আমার আরও অনেক লক্ষ্য আছে। সব চেয়ে বড় লক্ষ্য ভারতকে ম্যাচ জেতানো।”

Advertisement

১৭ অক্টোবর থেকে শুরু টি২০ বিশ্বকাপ। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। সিরাজ যদিও সেই নিয়ে ভাবছেন না। তিনি বলেন, “আমার সামনে যে রকম চ্যালেঞ্জ আসবে তেমন ভাবে এগোব। সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলার সুযোগ পেয়েছি। এটাই আমার কাছে বিরাট সাফল্য।”

অস্ট্রেলিয়ায় অভিষেক। ইংল্যান্ডে সেই ছন্দ ধরে রাখা। ভারতীয় টেস্ট দলে নিজের জায়গা পাকা করছেন সিরাজ। তিনি বলেন, “ইংল্যান্ড সফরের সাফল্য আমার কল্পনার বাইরে ছিল। বিরাট কোহলী, রবি শাস্ত্রী আমার উপর যে ভরসা রেখেছিল, তার মান রাখতে পেরেছি বলে আমি খুশি।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন