একই ফ্রেমে সচিন তেন্ডুলকর এবং বিনোদ কাম্বলি। ছবি: অতুল কাসবেকারের টুইটার সৌজন্য।
বহু বছর পর ফের এক বার মুখোমুখি হলেন বিনোদ কাম্বলি এবং সচিন তেন্ডুলকর। স্কুল ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় এক সঙ্গেই পা রেখেছিল এই জুটি। স্কুল ক্রিকেটে ৬৬৪ রানের পার্টনারশিপ গড়ে প্রথম শিরোনামে এসেছিলেন বিনোদ কাম্বলি এবং সচিন তেন্ডুলকর।
কিন্তু সচিন পরে ‘ক্রিকেট ঈশ্বর’ হয়ে উঠলেও ধারাবাহিকতার অভাবে ক্রিকেট সার্কিট থেকেই হারিয়ে গিয়েছেন কাম্বলি। পরের দিকে এই দুই বন্ধুর সম্পর্কের মধ্যেও ফাটল দেখা দেয়।
আট বছর আগে এক সাক্ষাত্কারে সচিনের বিরুদ্ধে কিছু মন্তব্য করেন কাম্বলি। যার ফলে সচিনের বিদায়ী টেস্ট দেখতেও আমন্ত্রণ জানানো হয়নি তাঁকে। বহু বিতর্ককে সঙ্গে নিয়েই যবনিকা পড়ে বহুল চর্চিত এই বন্ধুত্বে।
আরও পড়ুন: ভুবনেশ্বরদের দাপটে ২৩০ রানে শেষ নিউজিল্যান্ডের ইনিংস
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডের সম্ভাব্য একাদশ
কিন্তু এত বছর বাদে বুধবার ফের দুই বন্ধুকে একই ফ্রেমে দেখা গেল একটি বইয়ের উদ্ধোধনী অনুষ্ঠানে।
এ দিন সচিনের সঙ্গে নিজের ছবি টুইটারে পোস্ট করে কাম্বলি বলেন, “মাস্টার ব্লাস্টার, আমি তোমায় ভালবাসি।”
সচিন এবং নিজের সেলফি পোস্ট করে কাম্বলি লেখেন, “এটাই আমার এবং সচিনের প্রথম সেলফি।” তবে এই সাক্ষাত্কার নিয়ে কোনও মন্তব্য করেননি সচিন।
এই দুই বন্ধুকে এক সঙ্গে দেখে খুশি ক্রিকেট সমর্থকেরাও।