Sachin Tendulkar

এবার সচিনের ‘অক্সিজেন’,  কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ১ কোটি টাকা দান করলেন 

এর আগে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে জেতার পর ডাক্তারদের পরামর্শ মেনে প্লাজমা দেবেন বলেছিলেন সচিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ০৬:৪৯
Share:

১ কোটি টাকা দান করলেন সচিন তেন্ডুলকর। ফাইল চিত্র।

মিশন অক্সিজেন তহবিলে ১ কোটি টাকা দান করলেন সচিন তেন্ডুলকর। কোভিডের দ্বিতীয় ঢেউতে প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত। সচিন নিজেও কিছুদিন আগে আক্রান্ত হন। তবে এখন অনেকটাই সুস্থ তিনি।

Advertisement

টুইটারে সচিন লেখেন, ‘কোভিডের দ্বিতীয় ঢেউয়ে প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। ফলে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাও একেবারেই ভেঙ্গে পড়েছে। এই সময়ে প্রচুর অক্সিজেন দরকার। এই খারাপ সময়ে অনেকেই সাধারণ মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। এটা দেখে খুব ভাল লাগছে। ২৫০ জনের ওপর যুবক যুবতি মিশন অক্সিজেনে যোগ দিয়েছেন। বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে আসার জন্য এঁরা অর্থ সংগ্রহ করছেন। আমি ওদের সাহায্য করলাম। আশা করব ভারতের বিভিন্ন হাসপাতালে এই অক্সিজেন কনসেন্ট্রেটর পৌঁছে যাবে খুব দ্রুত’।

তাঁর অনুরাগীদের ফের ধন্যবাদ জানিয়ে সচিন লেখেন, ‘যতদিন আমি খেলেছি আপনারা আমায় সাফল্য পেতে সাহায্য করেছেন। এবার আমাদের সবাইকে একসাথে এই মহামারির বিরুদ্ধে লড়াই চালাতে হবে’।

Advertisement

এর আগে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে জেতার পর ডাক্তারদের পরামর্শ মেনে প্লাজমা দেবেন বলেছিলেন সচিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন