Sourav Ganguly

Sourav Ganguly: সব সময় মাস্ক পরে থাকা যায় না, পন্থদের ভুল দেখছেন না সৌরভ

ভারতে বিভিন্ন খেলা চালু হলেও মাঠে দর্শক ঢুকতে দেওয়ার নিয়ম নেই। ইংল্যান্ডে যদিও তেমন পরিস্থিতি নয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০২১ ১৩:৪৬
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র

ঋষভ পন্থ করোনা আক্রান্ত। বৃহস্পতিবার এই খবর পাওয়া মাত্রই আঙুল উঠতে শুরু করে ওয়েম্বলির মাঠে মাস্কহীন পন্থের ছবির দিকে। তবে তা দোষের নয় বলেই মনে করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়

Advertisement

২০ দিনের ছুটি কাটিয়ে জৈব সুরক্ষা বলয়ে ঢোকার আগে জানা যায় করোনা আক্রান্ত পন্থ এবং দলের থ্রো ডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ গরানী। তবে কি ছুটিতে করোনাবিধি মেনে চলেনি ভারতীয় দল? সৌরভ বলছেন, “আমরা দেখেছি ইংল্যান্ডে ইউরো কাপ এবং উইম্বলডনের খেলা দেখতে প্রচুর দর্শক। নিয়ম পাল্টেছে ওখানে। ভারতীয় দল ছুটিতে ছিল। সব সময় মাস্ক পরে থাকা অসম্ভব।”

ভারতে বিভিন্ন খেলা চালু হলেও মাঠে দর্শক ঢুকতে দেওয়ার নিয়ম নেই। ইংল্যান্ডে যদিও তেমন পরিস্থিতি নয়। সেখানে দর্শক মাঠে আসছে। ইউরো কাপের ফাইনালে মাঠে ৬৭ হাজার দর্শক ছিলেন। মাস্ক সবার মুখে যে দেখা গিয়েছে তেমন নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিঁদুরে মেঘ দেখতেও শুরু করেছে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, “নিজের সুরক্ষার দায়িত্ব এ বার নিজেকেই নিতে হবে। সরকারি ভাবে নিয়ম মানতে বাধ্য করা হবে না।”

Advertisement

নিয়ম নেই, করোনা আছে। সেই প্রমাণই দিলেন পন্থ, দয়ানন্দরা। ২০ জুলাই ডারহামে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেখানে পন্থ বা নিভৃতবাসে থাকা ঋদ্ধিমান সাহা, অভিমন্যু ঈশ্বরণদের দেখা যাবে কি না তা এখনও স্পষ্ট নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন