Bangladesh Cricket

T20 World Cup 2021: ব্যাটে, বলে দুরন্ত শাকিব, টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে চলে গেল মাহমুদুল্লার বাংলাদেশ

পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-এর যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। জয়ের মূল কারিগর সেই শাকিব।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১৯:১৯
Share:

দেশকে বিশ্বকাপে তুললেন শাকিব। ফাইল ছবি

পাপুয়া নিউগিনিকে ৮৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-এর যোগ্যতা অর্জন করল বাংলাদেশ। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে বিরাট ব্যবধানে জিতল তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানও তুলল তারা। ব্য়াটে-বলে দুরন্ত খেলে একার হাতে দেশকে বিশ্বকাপে তুলে দিলেন শাকিব আল-হাসান।

Advertisement

টসে জিতে ব্যাট নিয়ে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দ্বিতীয় বলেই কাবুয়া মোরিয়া ফিরিয়ে দেন মহম্মদ নইমকে। তবে লিটন দাস এবং শাকিব আল হাসান বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। শাকিব অল্পের জন্য অর্ধশতরান পাননি। ৪৬ রান করে সাজঘরে ফেরেন তিনি।

তবে বাংলাদেশকে বড় রানে পৌঁছতে সাহায্য করেন অধিনায়ক মাহমুদুল্লা। তিনটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে ২৮ বলে ৫০ রান করেন তিনি। শেষ দিকে নেমে মহম্মদ সৈফুদ্দিন ৬ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ তোলে বাংলাদেশ। পাপুয়া নিউগিনির কাবুয়া, দামিয়েন রাভু এবং আসাদ ভালা দু’টি করে উইকেট পেয়েছেন।

Advertisement

ব্যাট করতে নেমে শাকিব আল-হাসানের দুরন্ত বোলিংয়ের সামনে বিপর্যয়ের মুখে পড়ে পাপুয়া নিউগিনি। ৪ ওভারে ৯ রান দিয়ে শাকিব তুলে নেন ৪ উইকেট। ২টি উইকেট পান সৈফুদ্দিন। পাপুয়া নিউগিনির প্রথম সাতজন ব্যাটার দু’অঙ্কের গন্ডি পেরোতে পারেননি। শেষ দিকে নেমে দুর্দান্ত খেলেন কিপিন দোরিগা। তাঁর অপরাজিত ৪৬ রানের সৌজন্যে তবু কিছুটা লড়াই দেয় পাপুয়া নিউগিনি। তবে ৯৭ রানেই আটকে যায় তাদের ইনিংস।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ১৮০ তুলেছিল বাংলাদেশ। সেই রান বৃহস্পতিবার পেরিয়ে গেল তারা। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৯ উইকেট নিয়ে পাকিস্তানের শাহিদ আফ্রিদিকে ছুঁয়ে ফেললেন শাকিব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement