SD Card in Smartphone

আর থাকছে না এসডি কার্ডের জায়গা! স্লিম ফিগারে স্মার্ট লুক আনার চেষ্টা? না কি ফন্দি করে স্মার্টফোনের দাম বাড়ানোর ছক?

স্মার্টফোনকে আরও বেশি আধুনিক করে তুলতে এসডি কার্ডের স্লট বাতিল করছে নির্মাণকারী সংস্থা। মুঠোফোন ডিভাইসের দাম বাড়াতেই কি এই প্রযুক্তিগত পরিবর্তন? উঠছে প্রশ্ন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৬:০৪
Share:

—প্রতীকী ছবি।

স্মার্টফোনের প্রযুক্তিতে বড় বদল। মুঠোবন্দি দূরভাষ যন্ত্রগুলি থেকে ধীরে ধীরে গায়েব হচ্ছে সিকিওর ডিজিটাল বা এসডি কার্ডের স্লট। ফলে আরও পাতলা হয়ে স্মার্টলুক পাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির ফোনগুলি। নির্মাণকারী সংস্থার যুক্তি, ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিচ্ছেন তারা। সত্যিই কি তাই? না কি নেপথ্যে রয়েছে অন্য অঙ্ক?

Advertisement

এসডি কার্ডের স্লট তুলে দেওয়ার যুক্তি হিসাবে একগুচ্ছ কারণের কথা বলে থাকে স্মার্টফোন নির্মাণকারী যাবতীয় সংস্থা। তাদের দাবি, বর্তমানে ফোনে যে সমস্ত ড্রাইভ থাকে সেগুলির গতি যথেষ্ট বেশি। আর তাই ডিভাইসটিতে এসডি কার্ড ভরা থাকলে ধীরে গতিতে কাজ করে ফোন। এতে কাজের সময়ে সমস্যায় পড়েন গ্রাহক।

কোনও কোনও ব্যবহারকারী আবার এক্সটার্নাল এসডি কার্ড ব্যবহার করেন। এতে নাকি ফোনের ক্ষতি হয় আরও বেশি। আবার হঠাৎ করে এসডি কার্ড খুলে নিলে কিছু অ্যাপ্লিকেশন কাজ করা পুরোপুরি বন্ধ করে দিতে পারে। তখন ব্যবহারকারীকে ফোন নিয়ে ছুটতে হয় সার্ভিস সেন্টারে। এই ঝঞ্ঝাট এড়াতে এসডি কার্ডের স্লট পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে যাবতীয় ফোন নির্মাণকারী সংস্থা।

Advertisement

কিন্তু প্রযুক্তিবিদদের একাংশের দাবি, বিষয়টি মোটেই এত সহজ নয়। তাঁরা মনে করেন, গ্রাহকদের পকেট থেকে বেশি টাকা বার করে নিতে এই ফন্দি এঁটেছে সমস্ত স্মার্টফোন নির্মাণকারী সংস্থা। বর্তমানে এসডি কার্ড না থাকার কারণে বেশি স্টোরেজ যুক্ত ফোন কিনতে বাধ্য হচ্ছেন ব্যবহারকারীরা। অর্থাৎ ৬৪ জিবির বদলে ১২৮ বা ২৫৬ জিবির ফোনের দিকে ঝুঁকতে হচ্ছে তাঁদের। আর স্টোরেজ যত বাড়ছে তত দাম চড়ছে মুঠোফোনের।

জিবি বৃদ্ধির ক্ষেত্রে কী হিসাবে দাম বেশি নেওয়া হবে, তার কোনও নিয়ম নেই। অর্থাৎ প্রতি জিবির জন্য গ্রাহককে ১০ টাকা বেশি দিতে হবে, এমনটা নয়। আর তাই ১২৮ জিবির ফোনের চেয়ে ২৫৬ জিবির ফোনের দাম অনেকটাই বেশি। এ ছাড়া এসডি কার্ড না থাকার জন্য তথ্য সুরক্ষিত রাখতে ব্যবহারকারীদের ক্লাউড স্টোরেজ ভাড়া নিতে হচ্ছে। এর জন্য প্রতি মাসে ভাড়া বাবদ অতিরিক্ত খরচ হচ্ছে তাঁদের।

আর তাই প্রযুক্তিবিদদের পরামর্শ, বাজেট কম হলে এখনই এসডি কার্ড যুক্ত স্মার্টফোন কেনা যেতে পারে। সে ক্ষেত্রে তথ্য সুরক্ষিত রাখতে ওটিটি পেনড্রাইভ ব্যবহার করা ভাল। এসডি কার্ডের স্লট তুলে দেওয়ায় ফোনকে ‘ওয়াটারপ্রুফ’ করা গিয়েছে বলে অনেক নির্মাণকারী সংস্থাই দাবি করে থাকে। এর যৌক্তিকতা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। কারণ, কোনও স্মার্টফোন সংস্থাই ‘ওয়াটার ড্যামেজ়’-এর জন্য আলাদা করে কোনও ওয়ার্যা ন্টি দেয় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement