বিশেষ নিবিড় সংশোধন। সোজা কথায় ভোটার তালিকার ঝাড়াইবাছাই। কমিশন বলছে, অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। শাসক বলছে, ষড়যন্ত্র-ষড়যন্ত্র গন্ধ। তড়তড় করে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারা। ভোটারেরা কী বলছেন?