দেশের সীমান্তরক্ষায় আর বিদেশি নির্ভরতা নয়। ২০২০ সালে ভারতীয় নিরাপত্তাবাহিনীকে আত্মনির্ভরতার পরামর্শ দেন নরেন্দ্র মোদী। পাঁচ বছরের মধ্যেই তার বাস্তবায়ন। জার্মান শেফার্ড, ল্যাব্রাডর, বেলজিয়ান ম্যালিনোয়াসের মতো বিদেশি প্রজাতির জায়গায় নিয়ে আসা হল দেশি কুকুর— মুধোল হাউন্ড। মাথার আকৃতি সরু এবং লম্বা। চোখ বড় বড়। মজবুত পাঁজর। দীর্ঘ লেজ, যা সাহায্য করে হাওয়ার বিপরীতে ক্ষিপ্র গতিতে দৌড়োতে। গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার। সেরা শিকারিদের একটি। রক্ষণাবেক্ষণের খরচও কম। সহনশক্তি এবং দৃঢ় মনোবলের কারণেই দেশীয় প্রজাতির এই কুকুর বাকিদের থেকে আলাদা।