পথকুকুরদের ঠাঁই হবে কোথায়? দিল্লির প্রেক্ষিতে এ-প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতে। গত জুলাই থেকে চলছিল মামলা। পরে এ মামলায় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকেও যোগ করা হয়। এ বার, স্কুল, রেলস্টেশন, হাসপাতাল চত্বর থেকে পথকুকুরদের সরানোরই নির্দেশ দিল শীর্ষ আদালত।