সারা বাংলায় চলছে এসআইআর। আবেদনপত্র পূরণের ক্ষেত্রে বড় ভূমিকা বিএলও-দের। অভিজাত ও মধ্যবিত্ত পাড়ার পাশাপাশি তাঁরা পৌঁছোচ্ছেন শহরের় বস্তিগুলিতেও। কী কী প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁদের? এসআইআর নিয়ে কতখানি ধোঁয়াশা বাসিন্দাদের মধ্যে?