২০০২ সালের ভোটার তালিকায় নিজের অথবা বাবা-মায়ের নাম না থাকলে লাগবে নথি। নির্বাচন কমিশন তার এসআইআর নির্দেশিকায় এমনটাই ঘোষণা করেছে। কলকাতা পুরসভা বলছে, সে কারণেই জন্মের শংসাপত্র তোলার হিড়িক পড়েছে তাদের দফতরে।