বিহারের পর বাংলাতেও শুরু হয়েছে এসআইআর-এর কাজ। একই সঙ্গে মাথাচাড়া দিয়েছে অনুপ্রবেশ প্রসঙ্গও। বাংলার জনবিন্যাস বদলে যাচ্ছে বলে সরাসরি অভিযোগ বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের। অনুপ্রবেশ যে ভোটের ইস্যু হতে চলেছে সে আঁচ মিলছে পঁচিশের শেষ বেলাতেও। এই প্রেক্ষিতেই ভোটের বাংলায় কি অন্য মাত্রা পাচ্ছে এসআইআর?