weight loss

ওজন কমাতে পারলেই কড়কড়ে নগদ দেবে অফিস! তিন মাসে ছিপছিপে হয়ে আড়াই লক্ষ টাকা জিতলেন তরুণ

ওজন কমানোর প্রতিযোগিতায় সংস্থার এক কর্মচারী তিন মাসের মধ্যে ২০ কেজি ওজন কমিয়ে ফেলেন। ২ লক্ষ ৪৬ হাজার টাকার নগদ পুরস্কার এবং চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৫
Share:

ছবি: সংগৃহীত।

ওজন কমাতে পারলেই হাতে হাতে মিলবে নগদ পুরস্কার। নেই কোনও লুকোনো শর্ত। যে ভাবে খুশি ওজন কমাতে পারেন। ওজন কমাতে উৎসাহিত করার জন্য ১ লক্ষ ৪০ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় ১ কোটি ২৪ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে একটি সংস্থা। মাত্র ৯০ দিনে ২০ কেজিরও বেশি ওজন কমানোর পর এক কর্মী প্রায় আড়াই লক্ষ টাকা জিতেছেন বলে জানা গিয়েছে।

Advertisement

প্রতি বছর এ ভাবেই কর্মীদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার বিষয়ে সচেতন করে আসছে চিনের এক সংস্থা। শেনজেনের প্রযুক্তি সংস্থা ‘আরাশি ভিশন ইনকর্পোরেটেড’ একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছে কর্মীদের জন্য। ‘ইনস্টা৩৬০’ নামের ওই চ্যালেঞ্জের ট্যাগলাইন হল ‘ওজন কমালেই লক্ষ টাকা’। চ্যালেঞ্জটি নিতে এগিয়ে এসেছেন বহু কর্মী। প্রতিযোগিতার নিয়ম জলের মতো সহজ। সমস্ত কর্মীই এতে নাম নথিভুক্ত করাতে পারেন। আধ কেজি ওজন কমাতে পারলেই অংশগ্রহণকারীরা ৫০০ ইউয়ান বা ৬২০০ টাকার নগদ পুরস্কার পেতে পারেন।

চলতি বছর শি ইয়াকি নামের এক জন কর্মচারী তিন মাসের মধ্যে ২০ কেজি ওজন কমিয়েছেন। ২০ হাজার ইউয়ান বা ২ লক্ষ ৪৬ হাজার টাকার নগদ পুরস্কার এবং চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছেন তিনি। শি জানিয়েছেন, তিনি চ্যালেঞ্জের পুরো সময় জুড়ে শৃঙ্খলা মেনে চলেছিলেন। সাবধানে তাঁর খাবারের তালিকা তৈরি করেছিলেন এবং প্রতি দিন দেড় ঘণ্টা ব্যায়াম করতেন। মূলত ‘কিন হাও’ পদ্ধতি অনুসরণ করে ওজন কমিয়ে ফেলেছিলেন ওই কর্মী। তাঁর খাবারের মধ্যে ছিল সয়া দুধ, ভুট্টা, ফল, প্রোটিন এবং শাক-সব্জির সমাহার।

Advertisement

২০২২ সাল থেকে, সংস্থাটি এই চ্যালেঞ্জের সাতটি ধাপে মোট প্রায় ২০ লক্ষ ইউয়ান (২ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার) পুরস্কার দিয়েছে কর্মীদের। গত বছর ৯৯ জন কর্মচারী অংশগ্রহণ করেছিলেন। সম্মিলিত ভাবে ৯৫০ কেজি ওজন কমিয়েছিলেন এবং ১০ লক্ষ ইউয়ান বা এক কোটি ২৩ লক্ষ টাকা নগদ পুরস্কার ভাগ করে নিয়েছিলেন। মজার বিষয় হল, এই চ্যালেঞ্জে একটি জরিমানার ধারাও অন্তর্ভুক্ত রয়েছে। যদি অংশগ্রহণকারীরা এই সময়ে ওজন বাড়িয়ে ফেলেন, তা হলে প্রতি ৫০০ গ্রাম ওজন বৃদ্ধির জন্য ৮০০ ইউয়ান জরিমানা দিতে হবে। তবে এখনও পর্যন্ত কেউই এই জরিমানা দেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement