bizarre

অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে কোটি টাকা বেতনের চাকরি ছাড়লেন ‘কলেজ ড্রপ আউট’! তরুণের দাবি ঘিরে হইচই

পোস্টদাতা তরুণ জানিয়েছেন, বাড়ি থেকে কাজ করার সময় তার বেতন ছিল বছরে ১ কোটি ২০ লক্ষ টাকা। তাঁকে বাড়ি থেকে কাজ করতে হত। শুধুমাত্র স্ত্রীর যত্ন নেওয়ার জন্য উচ্চ বেতনের চাকরি ছেড়ে দিয়েছেন বলে দাবি তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ১১:০৬
Share:

—প্রতীকী ছবি।

কোটি টাকারও বেশি বেতনের মায়া ত্যাগ করলেন তরুণ! শুধুমাত্র অন্তঃসত্ত্বা স্ত্রীর দেখভাল করার জন্য চাকরি থেকে ইস্তফা দিলেন। গর্ভাবস্থায় স্ত্রীর পাশে থাকার জন্য তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে রেডিট পোস্টে দাবি করেছেন ওই পোস্টদাতা। পোস্টে তিনি লিখেছেন, ‘‘অন্তঃসত্ত্বা স্ত্রীর খেয়াল রাখার জন্য ১ কোটি টাকার বেশি বেতনের চাকরি ছেড়ে দিয়েছি।” পোস্টটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষের নজর কেড়েছে। শুধুমাত্র স্ত্রীর যত্ন নেওয়ার জন্য স্বামী উচ্চ বেতনের চাকরি ছেড়ে দিয়েছেন দেখে এই পোস্ট ঘিরে অনেকেরই আগ্রহ তৈরি হয়েছে।

Advertisement

পোস্টদাতা তরুণের দাবি, বাড়ি থেকে কাজ করতেন তিনি। তাঁর বেতন ছিল বছরে ১ কোটি ২০ লক্ষ টাকা। প্রাথমিক ভাবে, স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর তাঁকে চাকরি ছেড়ে দিতে বলেছিলেন বলে জানিয়েছেন তরুণ। স্ত্রী চাকরি ছাড়তে রাজি হননি। ওই অবস্থাতেও চাকরি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই কারণেই নাকি তরুণ তাঁর উচ্চ বেতনের চাকরির মায়া ছেড়ে স্ত্রীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

রেডিট ব্যবহারকারী ওই তরুণ পোস্টে দাবি করেছেন, তিনি কলেজের পরীক্ষা সম্পূর্ণ করতে পারেননি। স্টার্টআপগুলিতে কাজ করার ৭ বছরের মধ্যেই বেতন কোটির ঘরে পৌঁছেছে। ১ কোটি টাকার বেশি বেতনের চাকরি ছেড়ে দিতেও পিছপা হননি তরুণ। কারণ তিনি জানেন তাঁর বিভিন্ন সংস্থায় যথেষ্ট সংযোগ এবং অভিজ্ঞতা আছে। এর সাহায্যে তিনি যে কোনও সময় কাজের বাজারে ফিরে আসতে পারবেন। তিনি পোস্টটি শেষ করেছেন এই বলে যে, ‘‘সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement