Viral Video

নদীর চরে আটকে বিরাট এসইউভি, উদ্ধার করতে এল না যন্ত্র, যাত্রীদের ত্রাতা হল গজরাজ! ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীতে গাড়িটির তিনটি চাকাই গেঁথে রয়েছে। কেবল সামনের বাম চাকাটি জলের উপরে উঠে ছিল। এই সঙ্কট থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসেন হাতির মাহুত ও হাতি শঙ্করনারায়ণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৫ ১০:১৮
Share:

ছবি: সংগৃহীত।

অগভীর নদীর চরের বালিতে আটকে রয়েছে একটি বড় এসইউভি গাড়ি। পায়ের পাতা ডোবা জল হলেও গাড়িটির চাকা এমন ভাবে আটকে রয়েছে যে সেটিকে চালিয়ে তোলা সম্ভব হচ্ছে না। শেষমেশ সেই গাড়ি উদ্ধারে এগিয়ে এল গজরাজ। শুঁড়ে করে দড়ি পেঁচিয়ে জল থেকে টেনে তুলল এক বিশাল গাড়িটিকে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে প়ড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও সেই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ঘটনাটি কেরলের।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীতে গাড়িটির তিনটি চাকাই গেঁথে রয়েছে। কেবল সামনের বাম চাকাটি জলের উপরে উঠে ছিল। এই সঙ্কট থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসেন হাতির মাহুত ও হাতি শঙ্করনারায়ণ। হাতিটির চেহারাও সম্ভ্রম জাগানোর মতোই। গাড়িটিতে লাগানো হয় মোটা একটি দড়ি। দড়িটি শুঁড়ে পেঁচিয়ে নেয় হাতিটি। তার পর অদ্ভুত কায়দায় মাহুতের ইশারায় গাড়িটিকে অনায়াসেই জল থেকে টেনে তুলে আনে। কয়েক মিনিটের মধ্যেই ২ টনেরও বেশি ওজনের গাড়িটি খেলনার মতো করে তুলে আনে হাতিটি।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে ‘সেডকোয়া৯০’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখে হাতিটির বুদ্ধি ও তৎপরতার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। অন্য দিকে আবার কয়েক জন হাতির সঙ্গে এই আচরণের সমালোচনাও করেছেন। প্রাণীটিকে কষ্ট না দিয়ে যন্ত্র ব্যবহারের পরামর্শও দিয়েছেন তাঁরা। ভিডিয়োটি পোস্ট করার পর কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ১ লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষ ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন ভিডিয়োয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement