viral video

মাঠে পড়ে স্বজাতির খুলি, শুঁড় বুলিয়ে ‘যন্ত্রণা’য় চিৎকার করে উঠল বন্য হাতি! তার পরই ঘটল অদ্ভুত ঘটনা

ভিডিয়োয় দেখা গিয়েছে একটি হাতি বনের মধ্যে তার পূর্বপুরুষদের খুলি দেখার পর অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। হাতিটি খুলিটিকে মাঠে পড়ে থাকতে দেখার পর বেশ কিছু ক্ষণ ধরে এটি পর্যবেক্ষণ করতে থাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১০:০২
Share:

ছবি: সংগৃহীত।

খোলা মাঠে ঘাসের আড়ালে পড়েছিল হাতির ক্ষয়ে যাওয়া কঙ্কাল। ঘুরতে ঘুরতে তা চোখে পড়ে অন্য একটি হাতির। কঙ্কাল দেখে খানিকটা থমকে যায় সে। ভাল করে নিরীক্ষণ করতে থাকে পড়ে থাকা হাড়গোড়। আচমকাই ডাক ছেড়ে দৌড়োতে শুরু করে হাতিটি। ঠিক যেন শোকপ্রকাশের ভঙ্গি। সেই ঘটনারই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দক্ষিণ আফ্রিকায় তোলা। যদিও ওই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সমাজমাধ্যমে একটি হৃদয়স্পর্শী এবং আবেগঘন ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখে মন ভিজে গিয়েছে নেটাগরিকদেরও। ভিডিয়োয় দেখা গিয়েছে একটি হাতি বনের মধ্যে তার পূর্বপুরুষদের খুলি দেখার পর অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। হাতিটি খুলিটিকে মাঠে পড়ে থাকতে দেখার পর বেশ কিছু ক্ষণ ধরে এটি পর্যবেক্ষণ করতে থাকে। হাতিটিকে খুলির দিকে এগিয়ে আসতে দেখা যায়। শুঁড় দিয়ে দেহাবশেষটিকে উল্টেপাল্টে দেখতে থাকে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, প্রায় ১৫ মিনিট ধরে খুলিটি নিয়ে নাড়াচাড়া করছিল হাতিটি। বছরের পর বছর ধরে পড়ে থাকা ক্ষয়াটে হাতির খুলিটি মনোযোগ দিয়ে দেখার পর তার যে প্রতিক্রিয়া তা আবেগঘন তো বটেই, অপ্রত্যাশিতও ছিল।

ভিডিয়োটি পোস্ট করে পোস্টদাতা লিখেছেন, ‘‘আফ্রিকার ঝোপঝাড়ে কয়েক ঘণ্টা কাটিয়ে নতুন কিছু দেখলে সব সময়ই আশ্চর্য লাগে। হাতির খুলির প্রতি জীবন্ত হাতির প্রতিক্রিয়া সম্পর্কে শুনেছি কিন্তু কখনও তা সরাসরি দেখিনি। আজ তা প্রত্যক্ষ করার সুযোগ মিলল।’’ ভিডিয়োর শেষে দেখা গিয়েছে, হাতিটি জোরে জোরে ডাক ছাড়তে ছাড়তে দৌড়ে সেই জায়গা ছেড়ে পালিয়ে যাচ্ছে। নেটমাধ্যম ব্যবহারকারীরা প্রাণীটির বুদ্ধিমত্তা এবং আবেগের গভীরতা দেখে মুগ্ধ। এক নেটমাধ্যম ব্যবহারকারী মন্তব্য, ‘‘এরা এতটাই বুদ্ধিমান এবং তাদের চেতনার স্তর এতটাই গভীর যে তার তল পাওয়া মানুষের অসাধ্য।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement