ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মস্ত বড় নকল প্রজাপতির পিঠে বসে রয়েছেন আমেরিকার জনপ্রিয় গায়িকা কেটি পেরি। প্রজাপতির পিঠে বসিয়ে দর্শকাসনের মাথার উপর দিয়ে মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল গায়িকাকে। প্রজাপতির পিঠে চেপে তাঁর বিখ্যাত গান ‘রোর’ গাইছিলেন তিনি। দর্শকও মাথা উঁচু করে কেটির ‘এন্ট্রি’ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যে সেই ঘোর ভেঙে যায়।
দানব প্রজাপতির আকারের সেই প্রপটি হঠাৎ কয়েক ফুট নীচে নেমে যায়। কেটিও ভয় পেয়ে গান গাওয়া থামিয়ে দেন। কয়েক ফুট নীচে নেমে প্রপটি আবার স্থির হয়ে থেমে যায়। ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পান গায়িকা। ইশারা করে জানিয়ে দেন যে, তিনি কোনও আঘাত পাননি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘পপ ক্রেভ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কেটি পেরি একটি দানব প্রজাপতির আকারের প্রপের উপর স্বল্প পোশাক পরে বসে রয়েছেন। প্রপের পিঠে চড়ে গান গাইছেন তিনি। হঠাৎ সেই প্রপটি নির্দিষ্ট উচ্চতা থেকে কয়েক ফুট নীচে পড়ে যায়। নীচে পড়তে পড়তে হঠাৎ স্থির হয়ে যায় প্রজাপতিটি।
সেই ধাক্কায় বেসামাল হয়ে গেলেও পরে নিজেকে সামলে নেন কেটি। ইশারা করে সকলকে জানিয়ে দেন, তাঁর কিছু হয়নি। আবার মাইক হাতে গান শুরু করেন তিনি। চলতি বছরের এপ্রিল মাস থেকে কনসার্ট করতে বিদেশ সফরে বেরিয়েছেন কেটি। সেই সূত্রেই সানফ্রান্সিসকোয় গিয়েছিলেন তিনি।
সেখানে কনসার্ট শুরুর সময় চমক লাগানো প্রপের পিঠে বসে মঞ্চের দিকে যাচ্ছিলেন কেটি। তখনই এই বিপদ ঘটে। ভিডিয়োটি দেখার পর গায়িকার অনুরাগীরা সহানুভূতি প্রকাশ করেছেন। অন্য দিকে নেটপাড়ার একাংশের দাবি, ‘‘জীবনের ঝুঁকি নিয়ে এমন বিপজ্জনক প্রপ ব্যবহার না করাই প্রয়োজন।’’