Bizarre

অফিসের জন্য তাড়াহুড়ো, মাঝপথে অটো থামিয়ে নায়িকার ইনস্টাগ্রামে মজে অটোচালক! রেগে আগুন তরুণ

বাড়ি থেকে অফিস যেতে ১০ মিনিট সময় লাগে। ২০ মিনিটের মধ্যে তাঁকে অফিসে গিয়ে একটি মিটিং সারতে হবে বলে তাড়াহুড়ো করে অনলাইনে অটো বুক করেন এক তরুণ। ভেবেছিলেন, সময়ের আগেই অফিস পৌঁছে যাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ১২:১২
Share:

গ্রাফিক সহায়তা: এআই।

বাড়ি থেকে অফিস যেতে ১০ মিনিট মতো সময় লাগে। সেই হিসাব করে অনলাইনে অটো বুক করে ফেলেছিলেন তরুণ। একটি গুরুত্বপূর্ণ মিটিং সারার রয়েছে তাঁর। ২০ মিনিট পর ঊর্ধ্বতনদের সঙ্গে মিটিং হওয়ার কথা। তাই ১০ মিনিটের মধ্যে সহজেই অফিস পৌঁছে যাবেন ভেবে আর চিন্তা করছিলেন না তরুণ।

Advertisement

কিন্তু বাদ সাধলেন অটোর চালক। নায়িকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখার জন্য মাঝপথে অটো থামিয়ে ফেলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সেই ঘটনার উল্লেখ করে পোস্ট করা হয়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘আর/বেঙ্গালুরু’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে এক তরুণ তাঁর অফিস যাওয়ার অভিজ্ঞতার উল্লেখ করেছেন। বেঙ্গালুরুতে চাকরিসূত্রে থাকেন তিনি। তাঁর বাড়ি থেকে অফিস যেতে ১০ মিনিট সময় লাগে। ২০ মিনিটের মধ্যে তাঁকে অফিসে গিয়ে একটি মিটিং সারতে হবে বলে তাড়াহুড়ো করে অনলাইনে অটো বুক করেন তিনি।

Advertisement

ছবি: সংগৃহীত।

তরুণ ভেবেছিলেন, সময়ের আগেই অফিস পৌঁছে যাবেন তিনি। কিন্তু তা হল না। তরুণের দাবি, তিনি অটোয় উঠে যাওয়ার পর অটোচালক গন্তব্যের ঠিকানা ম্যাপে দেখছিলেন। কিন্তু কিছু ক্ষণ পর ফোন থেকে ম্যাপের স্ক্রিন সরিয়ে নেন চালক। তরুণ প্রথমে ভেবেছিলেন যে, অটোর চালক মনে হয় তাঁর অফিসের রাস্তা চেনেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তরুণের ভুল ভাঙে।

চালক এক হাতে অটো চালাতে চালাতে অন্য হাতে ফোন নিয়ে তাঁর ইনস্টাগ্রামের পাতা খুলে ফেললেন। তার পর মাঝরাস্তায় উঠে অটো প্রায় থামিয়ে ফেলে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে ‘তদারকি’ করতে শুরু করলেন অটোর চালক। চালকের এই ‘নায়িকা-প্রীতি’র কারণে তরুণের অফিস পৌঁছোতেও দেরি হয়ে যায়। চালকের এই আচরণে রেগে আগুন হয়ে যান তরুণ। কিন্তু তাঁকে কিছু বলতে না পেরে অটো থেকে অফিসের দরজার সামনে নেমে পড়েন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement