bizarre

জন্ম থেকে নেই জরায়ু! অন্তঃসত্ত্বা না হয়েও মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন তরুণী, সন্তানপ্রসবও হবে তাঁরই হাতে

১৫ বছর বয়সে তরুণী জানতে পারেন তিনি ‘মায়ার-রোকিটানস্কি-কুস্টার-হাউসার সিনড্রোম’ নামের এক রোগের শিকার। সে কারণে তিনি জরায়ু ছাড়াই জন্মেছেন। কিশোরী অবস্থাতেই তিনি জানতে পারেন যে কখনও সন্তান ধারণ করতে পারবেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ০৮:০১
Share:

ছবি: সংগৃহীত।

পেশায় ধাত্রী বা মিড ওয়াইফ। পেশার কারণে প্রতি দিনই একাধিক নারীকে সন্তানের জন্ম দিতে দেখেন ২৮ বছরের তরুণী। তাঁদের সাহায্য করেন প্রসবের সময়। অথচ তিনি নিজেই মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত। কারণ ১৫ বছর বয়সে তরুণী জানতে পারেন তিনি ‘মায়ার-রোকিটানস্কি-কুস্টার-হাউসার সিনড্রোম’ নামের এক রোগের শিকার। সে কারণে তিনি জরায়ু ছাড়াই জন্মেছেন। কিশোরী অবস্থায় তরুণী জানতে পারেন যে, তিনি কখনও সন্তান ধারণ করতে পারবেন না। তরুণীর সেই অধরা স্বপ্ন এ বার পূর্ণ হতে চলেছে। সন্তানধারণে অক্ষম হলেও তাঁর অভিন্নহৃদয় বন্ধু তাঁকে মাতৃত্ব উপহার দিতে চলেছেন।

Advertisement

ইংল্যান্ডের বাসিন্দা জর্জিয়া ব্যারিংটন। তাঁর আজীবনের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হচ্ছে তাঁর শৈশবের বন্ধুর জন্য। ২৯ বছর বয়সি তরুণী ডেইজ়ি হোপ এক বার মজা করেই জর্জিয়ার জন্য সন্তানধারণের প্রস্তাব দিয়েছিলেন বহু বছর আগে। মেয়ে এমিলিয়ার জন্মের পর ডেইজ়ি সেই প্রস্তাব পুনর্বার জর্জিয়াকে দেন। প্রস্তাবে সানন্দে রাজি হন জর্জিয়া।

জর্জিয়ার সঙ্গী, ৩১ বছর বয়সি লয়েড উইলিয়ামসের শুক্রাণু ও জর্জিয়ার ডিম্বাণু ব্যবহার করে চিকিৎসকেরা আইভিএফের মাধ্যমে ভ্রূণ তৈরি করেন। সেই ভ্রূণ শরীরে স্থাপন করার পর ২০২৪ সালের দিকে ডেইজ়ি অন্তঃসত্ত্বা হন। প্রথম বার ন’সপ্তাহের মধ্যে তাঁর গর্ভপাত হয়ে যায়। দ্বিতীয় বার ২০২৫ সালের গোড়ার দিকে ডেইজ়ির গর্ভে দ্বিতীয় ভ্রূণ স্থানান্তর সফল হয়। ডেইজি এখন ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা। জর্জিয়া জানিয়েছেন, তিনি যে হাসপাতালে কর্মরত সেখানেই ডেইজ়ির প্রসবের বন্দোবস্ত করা হয়েছে। আর বন্ধুকে প্রসবে সহায়তা করার জন্য জর্জিয়া উপস্থিত থাকবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement