Viral Video

‘আলো জ্বালা’, দম্পতির নির্দেশ না-মানায় জিম প্রশিক্ষককে মারধর, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অহমদাবাদের ওই জিমে একসঙ্গে শরীরচর্চা করতে ঢুকেছিলেন ওই দম্পতি। এক প্রশিক্ষককে জিমের আলো জ্বালাতে বলেন তাঁরা। কিন্তু তা করতে রাজি হননি ওই প্রশিক্ষক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৪:৪৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

জিমে ঢুকে এক প্রশিক্ষককে আলো জ্বালানোর নির্দেশ দিয়েছিলেন দম্পতি। কিন্তু ওই প্রশিক্ষক রাজি না হওয়ায় তাঁকে বেধড়ক মারলেন তাঁরা। জিমে উপস্থিত সকলে তাঁদের থামানোর অনেক চেষ্টা করলেও বিশেষ লাভ হয়নি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের অহমদাবাদে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অহমদাবাদের ওই জিমে একসঙ্গে শরীরচর্চা করতে ঢুকেছিলেন ওই দম্পতি। এক প্রশিক্ষককে জিমের আলো জ্বালাতে বলেন তাঁরা। কিন্তু তা করতে রাজি হননি ওই প্রশিক্ষক। আর তা নিয়েই ঝামেলা বাধে দু’পক্ষের। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জিমের প্রশিক্ষককে ঘুষি মারছেন এক যুবক। পাশেই দাঁড়িয়ে তাঁর স্ত্রী। উপস্থিত সকলে এসে যুবককে নিরস্ত করার চেষ্টা করেন। তবে তার পরেও ধাক্কাধাক্কি চলতে থাকে। এর পর ওই যুবকের স্ত্রীও এসে স্বামীর সঙ্গে যোগ দেন। দু’জনে এক যোগে মারতে থাকেন প্রশিক্ষককে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও অনেকেই সেই ভিডিয়ো দেখে বিরক্তি প্রকাশ করেছেন। দম্পতির সমালোচনা করে সরব হয়েছেন তাঁরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘জিম প্রশিক্ষকের কাজ শরীরচর্চার প্রশিক্ষণ দেওয়া, জিমের আলো জ্বালানো নয়। দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement