ছবি: সংগৃহীত।
রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে মহিলার সঙ্গে অশ্লীল কাজকর্ম! অভিযোগ উঠল মধ্যপ্রদেশের মন্দসৌরের বিজেপি ‘নেতা’র বিরুদ্ধে। ওই ব্যক্তির নাম মনোহরলাল ধাকড়। মনোহরলালের স্ত্রী বিজেপির নেত্রী। মন্দসৌর জেলা পঞ্চায়েতের নির্বাচিত সদস্য তিনি। সেই সুবাদে মনোহরলালও এলাকায় বিজেপি নেতা হিসাবেই পরিচিত। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োয় এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে মনোহরলালকে। ভিডিয়োটি ভাইরাল হতেই বিতর্কে জড়িয়েছেন মনোহর। ওই ঘটনার পরে মন্দসৌরের জেলা সভাপতি-সহ তামাম বিজেপি নেতা মনোহরলালের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন বলে খবর। যদিও প্রকাশ্যে আসা ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিডিয়োটি দিল্লি-মুম্বই জাতীয় সড়কে ক্যামেরাবন্দি হয়েছে। সেখানে প্রকাশ্য রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন মনোহরলাল। বিজেপি নেতাকে প্রথমে গাড়ির ভিতরে এবং পরে বাইরে ওই মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে। মনে করা হচ্ছে ঘটনাটি ঘটেছে গত ১৩ মে-র। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে বলে খবর।
প্রকাশ্যে আসা ভিডিয়ো নিয়ে বিবৃতি দিয়েছেন রতলম রেঞ্জের ডিআইজি মনোজ সিংহ। মনোজ জানিয়েছেন, খোলা রাস্তায় এই ধরনের কাজ নিন্দনীয়। তদন্ত শুরু করেছে পুলিশ। ভিডিয়োটি কী ভাবে ভাইরাল হল তা-ও জানার চেষ্টা চলছে। সূত্র পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মনোজ।
ভিডিয়োয় যে গাড়ি দেখা গিয়েছে, সেটিও মনোহরলালের নামেই নিবন্ধিত বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পুরো বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছেন মধ্যপ্রদেশের বিজেপি নেতৃত্ব। মনোহরলালের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন তাঁরা। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি মনোহরলাল। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়া ইস্তক তাঁর ফোন বন্ধ রয়েছে বলেও খবর।
অন্য দিকে, বিজেপি জেলা সভাপতি রাজেশ দীক্ষিত জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। রাজেশের কথায়, ‘‘এই ধরনের কাজ যাঁরা করেন দল তাঁদের সহ্য করে না। আমরা এর সত্যতা যাচাই করছি।’’ পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন, মনোহরলাল দলের প্রাথমিক সদস্য নন। সম্ভবত তিনি অনলাইন সদস্য।