ছবি: সংগৃহীত।
সক্রিয় আগ্নেয়গিরি দেখবেন বলে প্রেমিকার সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন তরুণ। কিন্তু তাঁর মাথায় ঘুরছিল অন্য পরিকল্পনা। প্রেমিকাকে চমকে দিতে চেয়েছিলেন তিনি। তাই লাভা ফেটে বেরোনোর মুহূর্তে মাটিতে হাঁটু মুড়ে বসে পড়লেন তিনি। তাঁর হাতে আংটি। প্রেমিকাকে সারা জীবনের সঙ্গিনী বানাতে চান তিনি। তাই ফুটন্ত লাভাকে সাক্ষী রেখে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন তরুণ। সমাজমাধ্যমের পাতায় যুগলের সেই বিশেষ মুহূর্তের ছবিও ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘মাউন্টেনমার্কফোটোগ্রাফি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে দেখা গিয়েছে যে, মাটি ফুঁড়ে জ্বলন্ত লাভা বাইরে ফোয়ারার মতো বেরিয়ে আসছে। তার সামনে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। তরুণীর সামনে হাঁটু মুড়ে বসে রয়েছেন এক তরুণ।
আংটি হাতে তরুণীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন তিনি। প্রেমিকের কাছ থেকে এমন ‘সারপ্রাইজ়’ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান তরুণী। বিয়ের প্রস্তাবে রাজি হয়ে ভালবাসার মানুষকে জড়িয়ে ধরেন তিনি। তাঁদের ভালবাসার সাক্ষী হয়ে থাকে আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসতে থাকা ফুটন্ত লাভা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণের নাম মার্ক স্টিউয়ার্ট। আমেরিকার ওয়াশিংটন ডিসির বাসিন্দা তিনি। মার্ক তাঁর প্রেমিকা অলিভিয়া পোস্টকে নিয়ে হাওয়াই দ্বীপপুঞ্জের সক্রিয় আগ্নেয়গিরি কিলাউয়ায় গিয়েছিলেন। ঘুরতে গিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। শীঘ্রই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। সমাজমাধ্যমে সেই ছবি পোস্ট করতেই যুগলকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ।