ছবি: সংগৃহীত।
পর্বতচূড়ায় উঠে নিজস্বী তুলতে গিয়ে পা ফস্কে খাদে পড়ে গিয়ে মৃত্যু হল এক পর্বতারোহীর। বরফে ঢাকা ৫ হাজার ৫৮৮ মিটার সুউচ্চ পর্বতের ঢাল থেকে গড়িয়ে পড়ে যান তিনি। চিনের সিচুয়ানের নামা নামের একটি পর্বতশৃঙ্গে ছবি তোলার সময় অসাবধানে পা ফস্কে পড়ে যান ৩১ বছরের তরুণ। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, নামা পর্বতে উঠে ছবি তোলার সময় তিনি পা থেকে সুরক্ষার দড়িটি খুলে ফেলেন। সেখানে একটি ফাটল ছিল যা তাঁর নজর এড়িয়ে যায়। ছবি তোলায় মত্ত থাকায় পা পিছলে যায় তাঁর। পর্বতারোহীর হাতে কুঠারটিও না থাকায় বরফে নিজেকে আটকে রাখতে পারেননি। মসৃণ বরফে গড়িয়ে পড়ে ২০০ মিটার নীচে চলে গিয়ে দলের সদস্যদের দৃষ্টির আড়ালে চলে যান তিনি। দলেরই অন্য এক সদস্যের ক্যামেরায় গোটা ঘটনাটি বন্দি হয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
‘ভলক্যাহোলিক’ নামের এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত ভিডিয়োয় দেখা গিয়েছে, বরফের ঢাল বেয়ে ২০০ মিটারেরও বেশি নীচে পড়ে যাচ্ছেন তরুণ পর্বতারোহী। এত দ্রুত সেই ঘটনাটি ঘটল যে, কেউ কোনও ভাবে সাহায্য করতেও পারলেন না। দলের বাকি সদস্যেরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। মর্মান্তিক এই ভিডিয়োটি প্রায় ৯ লক্ষ বার দেখা হয়েছে। ২ হাজারেরও বেশি নেটাগরিক প্রতিক্রিয়া জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতদেহ উদ্ধারের জন্য অভিযান শুরু করেছেন কর্তৃপক্ষ। নামা পর্বত বেশ দুর্গম। বেস ক্যাম্পে পৌঁছোনোর জন্যই ভ্রমণকারীদের দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়। চূড়ায় আরোহণ করার জন্য প্রশিক্ষণ, শারীরিক শক্তি এবং বিশেষ সরঞ্জামের প্রয়োজন পড়ে।