—প্রতীকী ছবি।
সারা রাত জেগে অফিসের কাজ করতে হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজে বসে গিয়েছিলেন তরুণী। সমস্ত কাজ শেষ করে ভোরবেলায় উঠে পড়ছিলেন তিনি। কে, কখন কাজে বসছেন, কাজ সেরে উঠে পড়ছেন— সে সব অফিসের গ্রুপে জানাতে হয় সকল কর্মীকে। সেই নিয়ম মেনেই অফিসের গ্রুপে তা জানিয়েছিলেন তরুণী। কিন্তু নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে তরুণী ছুটি নিয়েছেন দেখে গ্রুপের মধ্যেই তাঁকে বকাবকি করতে শুরু করলেন ঊর্ধ্বতন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় অফিস গ্রুপের চ্যাটের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘আর/ইন্ডিয়ানওয়ার্কপ্লেস’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি চ্যাটের স্ক্রিনশট পোস্ট করা হয়েছে। সকল কর্মী সেই অফিসের গ্রুপ চ্যাটে কথাবার্তা বলেন। কে কখন কাজে বসলেন, কখন ছুটি নিলেন— সে সব কথাই সেখানে জানানো হয়। সংস্থার অধস্তন কর্মীদের পাশাপাশি সেই গ্রুপে রয়েছেন মানবসম্পদ বিভাগের আধিকারিক।
পোস্ট থেকে জানা গিয়েছে যে, রাত সাড়ে ৯টা থেকে কাজে বসার কথা ছিল তরুণীর। কিন্তু তিনি ১২ মিনিট আগে অর্থাৎ ৯টা ১৮ মিনিটে কাজ শুরু করেন। সারা রাত কাজ করার পর ৬টা ২৬ মিনিটে উঠে পড়েন তিনি। গ্রুপে সেই সময় ‘লগ আউট’ লেখেন তরুণী। তরুণীর মেসেজ নজরে পড়ে সংস্থার মানবসম্পদ বিভাগের আধিকারিকের। নম্রতা নামে তাঁকে সম্বোধন করছিলেন তরুণী।
নম্রতার দাবি, যাঁরা রাত জেগে কাজ করেন, তাঁদের পরের দিন ভোর সাড়ে ৬টায় ছুটি হওয়ার কথা। সকলে নিয়ম মেনে কাজ করলেও তরুণী নাকি ব্যতিক্রম। তিনি ছুটির নির্ধারিত সময়ের চেয়ে ৪ মিনিট আগে ছুটি নিয়ে ফেলেছিলেন। তা নিয়ে বকাবকি করতে শুরু করেন নম্রতা। তরুণীর পেশাদারিত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। তরুণী পাল্টা জবাব দিয়ে লেখেন, ‘‘আমি তো তাড়াতাড়ি কাজে বসেছিলাম। সব কাজ শেষ হয়ে গিয়েছিল আমার। মাত্র ৪ মিনিট আগে লগ আউট করেছি।’’
কিন্তু নম্রতার কোনও কথা শুনতে রাজি নন তরুণীর। তিনি তরুণীর উদ্দেশে লেখেন, ‘‘এখানে সকলেই তো অফিসের নিয়ম মেনে কাজ করছেন। কারও তো কোনও রকম অসুবিধা হচ্ছে না। সবাই সঠিক সময়ে কাজ করতে শুরু করছেন, সঠিক সময়ে উঠে পড়ছেন। তুমি ইচ্ছেমতো যা খুশি করতে পারো না। এটা অফিস। সময়ের আগে কাজে বসার দরকার নেই তোমার। সকলে যেমন নিয়ম অনুসরণ করছেন, তুমিও তা-ই করো।’’
ঊর্ধ্বতনের আরও দাবি, অফিসের সকল কর্মী কাজ শেষ করে ফেললেও সাড়ে ৬টার আগে ‘লগ আউট’ করেন না। তরুণীকেও তা অনুসরণ করার নির্দেশ দিলেন তিনি। মাত্র ৪ মিনিট আগে কাজ সেরে ওঠার কারণে ঊর্ধ্বতনের কাছে এত কড়া কথা শুনতে হল দেখে কাজ ছাড়ার চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন তরুণী। তরুণীকে পরামর্শ দিয়ে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘হঠকারিতায় কোনও সিদ্ধান্ত নেবেন না। এখন চাকরি মানেই দাসত্ব। নতুন কোনও কাজ খুঁজে তবেই চাকরি ছাড়ুন।’’