ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দুবাইয়ে গিয়ে বাজারে কেনাকাটি করছিলেন ভারতীয় তরুণী। দোকানে কোনও পছন্দের জিনিস খুঁজে পান কি না, সে দিকেই নজর ছিল তাঁর। হঠাৎ বাজারের ভিতর তরুণীর নজর কেড়ে নিল পুলিশ। বাজারের সরু অলিগলিতে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন দুই পুলিশকর্মী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘শ্রুতি_ডিএক্সব্রিয়েলটর’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ঘোড়ার পিঠে চড়ে বসেছেন দুই পুলিশকর্মী। এ দিক-ও দিক তাকিয়ে টহল দিচ্ছেন তাঁরা। এই ঘটনাটি দুবাইয়ের বাজারে ঘটেছে। ভিডিয়োটি পোস্ট করে তরুণী জানান যে, বাজারের ভিতর নিরাপত্তা বজায় রয়েছে কি না, তা দেখার জন্য ঘোড়ায় চড়ে পুলিশ টহল দেয়।
বাজারের সরু গলিতে গাড়ি নিয়ে যাতায়াত করা অসম্ভব। তা ছাড়া হেঁটে ঘোরাঘুরির চেয়ে ঘোড়ায় চেপে আরও ভাল করে বাজারে তদারকি করতে পারে পুলিশ। তাই দুবাই পুলিশ এমন পদক্ষেপ করেছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘বাজারে তো ভিড়ের কারণে ট্রাফিকও জমে যেতে পারে। সব দিকেই খেয়াল রাখা প্রয়োজন।’’ আবার এক জন এই ব্যবস্থার প্রশংসা করে লিখেছেন, ‘‘বাজারে অনেক রকম বিপদ হতে পারে। পুলিশের এই পদক্ষেপ করা খুব জরুরি।’’