—প্রতীকী ছবি।
ক্রিকেট খেলার সময় বল খুঁজতে পরিত্যক্ত বাড়িতে ঢুকেছিলেন যুবক। ভিতরে ঢুকেই হাড়হিম হয়ে গেল তাঁর। বল খুঁজতে গিয়ে বাড়ির মেঝেয় দেখতে পেলেন নরকঙ্কাল! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের নামপল্লী এলাকায়। ইতিমধ্যেই কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পরিত্যক্ত বাড়িটি বিগত সাত বছর ধরে তালাবন্ধ ছিল বলে জানা গিয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুয়ায়ী, পরিত্যক্ত বাড়ির পাশে ক্রিকেট খেলছিলেন একদল যুবক। খেলা চলাকালীন ব্যাটার সপাটে ব্যাট চালাতেই বল গিয়ে পড়ে পরিত্যক্ত বাড়িতে। সেই বল উদ্ধারে গিয়ে চোখ কপালে ওঠে এক যুবকের। দেখেন, পরিত্যক্ত বাড়িটির রান্নাঘরের বালি ঢাকা মেঝেয় উপুড় হয়ে পড়ে রয়েছে একটি নরকঙ্কাল। খুলির আশপাশে বাকি হাড়ের অবশিষ্টাংশ পড়ে। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে বাসনপত্রও। সঙ্গে সঙ্গে চিৎকার করে বাকিদের ডাকেন ওই যুবক। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শুরু হয় তদন্ত।
হায়দরাবাদের শীর্ষ পুলিশকর্তা এসিপি কিসান কুমার সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, পরিত্যক্ত বাড়িটির মালিক মুনির খান নামে এক ব্যক্তি। মুনিরের ১০ সন্তান। চতুর্থ সন্তান ওই বাড়িতে থাকতেন। বাকিরা কর্মসূত্রে অন্যত্র থাকতেন। যে কঙ্কালটি উদ্ধার হয়েছে তার সঠিক পরিচয় ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই নিশ্চিত করা যেতে পারে বলেও তিনি জানিয়েছেন। কিসান বলেছেন, ‘‘মৃত সম্ভবত ৫০ বছর বয়সি ছিলেন। প্রাথমিক ভাবে অনুমান, তিনি সম্ভবত অবিবাহিত এবং মানসিক ভাবে অসুস্থ ছিলেন। মনে হয় বেশ কয়েক বছর আগে মৃত্যু হয়েছে তাঁর।”
পুলিশকর্তা আরও জানিয়েছেন, স্বাভাবিক কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। কারণ, কঙ্কালে কোনও আঘাতের চিহ্ন বা ঘটনাস্থলে রক্তের দাগ মেলেনি। তবে বিষয়টি খতিয়ে দেখতে বিস্তারিত ভাবে তদন্ত শুরু হয়েছে। ওই বাড়ির বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলেও পুলিশ জানিয়েছে।