Viral Video

ইজ়রায়েলি হানায় ধ্বংস ইরানের হাতে থাকা দু’টি মার্কিন এফ-১৪ যুদ্ধবিমান! ভিডিয়ো প্রকাশ করে দাবি ইহুদি সেনার

ইজ়রায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল। গত শুক্রবার থেকে দু’দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৪:০১
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

তেহরানের বিমানবন্দরে হামলা চালিয়ে দু’টি এফ-১৪ যুদ্ধবিমান ধ্বংস করেছে ইজ়রায়েল। ‘ইজ়রায়েল ডিফেন্স ফোর্সেস’ (আইডিএফ)-এর এক্স হ্যান্ডল থেকে করা একটি পোস্টে দাবি করা হয়েছে তেমনটাই। ইরানের বিমানবন্দরে ইজ়রায়েলি হানার সেই ঘটনার একটি ভিডিয়োও ওই এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিমানবন্দরে দু’টি যুদ্ধবিমান দাঁড় করানো রয়েছে। হঠাৎ করেই উপর থেকে দু’টি ক্ষেপণাস্ত্রের হানায় টুকরো টুকরো হয়ে যায় যুদ্ধবিমান দু’টি। ভিডিয়োয় দাবি করা হয়েছে, ধ্বংস হয়ে যাওয়া যুদ্ধবিমান দু’টি তেহরানের একটি বিমানবন্দরে থাকা এফ-১৪ যুদ্ধবিমান।

এফ-১৪ যুদ্ধবিমান আমেরিকার তৈরি। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হাতে যে কয়েকটি অবশিষ্ট এফ-১৪ রয়েছে, ধ্বংস হয়ে যাওয়া যুদ্ধবিমান দু’টি তার মধ্যে অন্যতম। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইজ়রায়েলি বিমানবাহিনীকে বাধা দেওয়ার জন্য জেটগুলি ওই জায়গায় রাখা হয়েছিল।

Advertisement

ইজ়রায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ মঙ্গলবার পঞ্চম দিনে পড়ল। গত শুক্রবার থেকে দু’দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। আন্তর্জাতিক বিধিনিষেধ ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। ইরান দ্রুত পরমাণু বোমা তৈরি করার জায়গায় চলে আসবে বলে আশঙ্কা করছে ইজ়রায়েল। সেই আশঙ্কা থেকেই ইরানের পরমাণুকেন্দ্রে গত শুক্রবার হামলা চালায় ইজ়রায়েল। যদিও ইরানের দাবি বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য শান্তিপূর্ণ কর্মকাণ্ডের জন্যই তাদের পারমাণবিক কর্মসূচি চলছে। দু’পক্ষই একে অন্যের উপর লাগাতার হামলা চালাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement