Bizarre

সমুদ্রে নামতেই মাথায় বজ্রপাত! মধুচন্দ্রিমায় গিয়ে প্রাণ দিয়ে মূল্য চোকালেন তরুণ, দেখলেন অসহায় স্ত্রী

মধুচন্দ্রিমা মধুর হল না তরুণের। স্ত্রীর সঙ্গে সমুদ্রস্নান করবেন বলে জলে নেমেছিলেন তিনি। কিন্তু গোড়ালি পর্যন্ত ভেজাতে না ভেজাতেই বিপদ নেমে আসে। বজ্রপাতে মৃত্যু হয় ২৯ বছর বয়সি তরুণের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৪:০৯
Share:

—প্রতীকী ছবি।

বিয়ে হয়েছিল বহু দিন আগে। কিন্তু মধুচন্দ্রিমায় যাওয়ার সময় পাচ্ছিলেন না তরুণ। অবশেষে জীবনসঙ্গিনীকে নিয়ে সমুদ্রে ঘুরতে গিয়েছিলেন তিনি। কিন্তু সমুদ্রে নামাই কাল হল তরুণের। সেই সময় হঠাৎই আকাশ কালো করে আস‌ে। বাজ পড়তে শুরু করে আচমকা। সরাসরি বাজ পড়ে তরুণের মাথায়।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত শুক্রবার মধ্য ফ্লরিডার ভলুসিয়া কাউন্টি এলাকার একটি সমুদ্রসৈকতে এই ঘটনাটি ঘটেছে। ২৯ বছরের ওই তরুণ স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। বিয়ে হওয়ার বহু দিন পর মধুচন্দ্রিমায় গিয়েছিলেন তাঁরা। স্ত্রীর সঙ্গে সবেমাত্র সমুদ্রস্নানে নামার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। গোড়ালি পর্যন্ত ডোবাতেই তাঁর জীবনে নেমে এল বিপদ। বজ্রপাতে মারা গেলেন তিনি। দাঁড়িয়ে দেখলেন অসহায় স্ত্রী।

এক জন প্রত্যক্ষদর্শীর দাবি, আকাশ খুব পরিষ্কার ছিল। ঝড়বৃষ্টি যে হতে পারে তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। তরুণ তাঁর স্ত্রীকে নিয়ে সমুদ্রে নামার কিছু ক্ষণের মধ্যে হঠাৎ আকাশ কালো করে বাজ পড়তে শুরু করে। তরুণের উপর বাজ পড়লে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান স্থানীয়েরা। দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তরুণকে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে ভর্তি করানোর এক দিন পরেই মারা যান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement