Viral Video

রেললাইনে পার্সেলের বস্তা ছুড়ে ফেলছেন কর্মী! ভিডিয়ো ভাইরাল হতেই ব্যবস্থা নিল পোস্ট অফিস

এক কর্মী ট্রেনের কামরা থেকে বস্তার পর বস্তা পার্সেল নামিয়ে সেগুলি রেললাইনের দিকে ছুড়ে ফেলছেন। কখনও ট্রেনের সামনে দাঁড়িয়ে সেই বস্তাগুলি প্ল্যাটফর্মে ছুড়ে ফেলছেন। অন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক যাত্রী এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৪:০২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ট্রেন থেকে পার্সেল নামাচ্ছিলেন এক কর্মী। কিন্তু ধীরেসুস্থে কাজ করছিলেন না তিনি। বরং অযত্ন সহকারে কখনও প্ল্যাটফর্মে, কখনও আবার রেললাইনে সেই পার্সেলগুলি ছুড়ে ফেলছিলেন। ঘটনাস্থলে কয়েক জন ব্যক্তি উপস্থিত থাকলেও তাঁরা গল্প করতে ব্যস্ত ছিলেন। কর্মীর এ ভাবে পার্সেল ছোড়ার ঘটনাটি তাঁদের কাছে অস্বাভাবিক বলে মনে হচ্ছিল না। অন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক যাত্রী এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তা নজর কাড়ে সংস্থার। ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপও করে পোস্ট অফিস।

Advertisement

‘রাজাপানসারি_এএ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক কর্মী ট্রেনের কামরা থেকে পার্সেল নামিয়ে সেগুলি রেললাইনের দিকে ছুড়ে ফেলছেন। কখনও ট্রেনের সামনে দাঁড়িয়ে সেই বস্তাগুলি প্ল্যাটফর্মে ছুড়ে ফেলছেন। অন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক যাত্রী এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করছিলেন। তা নজরে পড়তেই সেই কর্মী চিৎকার করে ভিডিয়ো বন্ধ করতে বলেন। কিন্তু যাত্রী সে কথায় কর্ণপাত করেননি।

ধরা পড়ে গিয়ে পার্সেলগুলি ছোড়া বন্ধ করে প্ল্যাটফর্মে ধীরেসুস্থে নামাতে শুরু করেন সেই কর্মী। ২৩ ডিসেম্বর এই ঘটনাটি বিকেল সাড়ে ৪টে নাগাদ উত্তরপ্রদেশের প্রতাপগঢ় রেলস্টেশনে ঘটেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় পোস্ট হতেই তা রাতারাতি ছড়িয়ে পড়ে। পোস্ট অফিসের নজরে সেই ভিডিয়োটি পড়ায় সেই কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করেন কর্তৃপক্ষ।

Advertisement

তাঁদের তরফে জানানো হয় যে, ওই কর্মীকে সংস্থা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি, যে সুপারভাইজ়ারদের অসতর্কতার জন্য এই কাণ্ড ঘটেছে, তাঁদের বিরুদ্ধেও তদন্ত শুরু করা হয়েছে। যে ব্যক্তি ভিডিয়ো রেকর্ড করছিলেন, তিনি বলছিলেন, ‘‘কারও মা যত্ন করে লাড্ডু বানিয়ে পাঠাতে পারেন। কিন্তু কর্মী যে ভাবে পার্সেলগুলো ছুড়ে ফেলছেন, তাতে লাড্ডুগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার কথা। কেউ হয়তো তাঁর শখের আইফোন পার্সেল করে আনাচ্ছেন। এই মুহূর্তে একটি ট্রেন চলে এলে তাঁর ফোন ভেঙে গুঁড়িয়ে যাবে।’’ ভিডিয়োটি দেখে ক্ষোভপ্রকাশ করেছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘এমন অযত্ন নিয়ে পার্সেল সরবরাহ করা হয়! কোনও ক্ষতি হলে তার দায়িত্ব কে নেবে?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement