App Bike

রাতের অন্ধকারে ফাঁকা রাস্তায় তরুণীর সঙ্গে এ কী করলেন অ্যাপ বাইকচালক! পেলেন যোগ্য জবাবও, তার পর....

রেডিট ব্যবহারকারী তরুণীর পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নিন্দার ঝড় উঠেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ১০:৫৫
Share:

—প্রতীকী ছবি।

অনলাইন অ্যাপের মাধ্যমে বুক করা ক্যাব এবং বাইকচালকদের ব্যবহার নিয়ে মাঝেমধ্যেই অভিযোগ করতে দেখা যায় যাত্রীদের। আবার অনেক অ্যাপ ক্যাব এবং বাইকচালকদের ভাল আচরণ নিয়েও কথা হয়। তবে সম্প্রতি অ্যাপের মাধ্যমে বুক করা বাইকের চালক সম্পর্কে এক রেডিট ব্যবহারকারী যে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন, তাতে হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। তরুণীর অভিযোগ, নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে বুক করা বাইকের চালক ইচ্ছাকৃত ভাবে তাঁকে স্পর্শ করার চেষ্টা করেছিলেন। দুর্ব্যবহারও করেন। তরুণীও চুপ থাকেননি। তৎক্ষণাৎ জবাব দেন চালককে।

Advertisement

‘লেট_ফ্রিডম_২০৯৮’ অ্যাকাউন্ট থেকে করা সেই পোস্টে রেডিট ব্যবহারকারী জানিয়েছেন, দিন কয়েক আগে রাত সাড়ে ১০টা নাগাদ তিনি একটি অ্যাপের মাধ্যমে বাইক বুক করেছিলাম। খুব দূরে যাচ্ছিলেন না তিনি। নির্দিষ্ট সময়ে পৌঁছে যান বাইকচালক। তাঁকে নিয়ে গন্তব্যের দিকে রওনা দেন। তবে রেডিট ব্যবহারকারীর অভিযোগ, যাত্রা শুরুর পর থেকেই ক্রমাগত পিঠ দিয়ে তাঁকে ধাক্কা দিতে থাকেন চালক। পিছিয়ে আসতে থাকেন তরুণী। এর পর একটি ফাঁকা রাস্তায় পৌঁছোতেই ওই চালক তাঁকে স্পর্শ করার চেষ্টা করেন বলেও অভিযোগ রেডিট ব্যবহারকারীর।

ওই ব্যবহারকারী আরও জানিয়েছেন, চালক তাঁকে স্পর্শ করার চেষ্টা করতেই তিনি তাঁর হাত ধরে ফেলেন। চালকের হাতে মোচড় দিয়ে তাঁর ঘাড় চেপে ধরেন। চালক দাবি করেন, পিঠ চুলকোনোর জন্য তিনি পিছনে হাত দিচ্ছিলেন। রেডিট ব্যবহারকারীর দাবি, মুখের মতো জবাব পেয়ে বাকি রাস্তা তাঁকে আর উত্ত্যক্ত করেননি ওই অ্যাপ বাইকচালক। এর থেকেই তিনি বুঝতে পরেছিলেন যে চালক ইচ্ছাকৃত ভাবেই ওই কাণ্ড ঘটিয়েছিলেন। রেডিট ব্যবহারকারী আরও জানিয়েছেন, তাড়াহুড়ো না থাকলে তিনি ওই চালককে মারধর করতেন।

Advertisement

রেডিট ব্যবহারকারী তরুণীর পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নিন্দার ঝড় উঠেছে। নেটাগরিকদের অনেকে আবার অ্যাপ ক্যাব এবং বাইকচালকদের সঙ্গে তাঁদের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন। রাতে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement