Viral Video

গণরোষ থেকে বাঁচতে কপ্টারে ঝুলে বাড়ি ছাড়ছেন নেপালের মন্ত্রী, শূন্যে ঝুলছে পরিবারও! ভাইরাল ভিডিয়োয় প্রশ্ন

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেজজ়ার’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৫
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

গণবিক্ষোভের হাত থেকে বাঁচাতে হেলিকপ্টার থেকে ঝোলানো দড়ি ধরে পালাচ্ছেন মন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যেরা! ছাত্র-যুব রোষে জ্বলতে থাকা নেপালের তেমনই একটি ঘটনার কথা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যে এসেছে সেই ঘটনার ভিডিয়োও। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাডার ডট কম

Advertisement

বিগত তিন-চার দিনে নেপাল ঘটে যাওয়া গণবিক্ষোভের বেশ কয়েকটি ভিডিয়ো হইচই ফেলে দিয়েছে নেটামাধ্যমে। তার মধ্যেই ভাইরাল একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির ছাদের উপর দিয়ে উড়ে যাচ্ছে একটি সেনা কপ্টার। সেই কপ্টার থেকে ঝোলানো দড়ি ধরে রয়েছেন বেশ কয়েক জন মানুষ। মাঝ-আকাশে ঝুলতে ঝুলতেই এলাকা ছাড়ছেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি করা হয়েছে, ভিডিয়োয় হেলিকপ্টারের দড়ি ধরে যাঁদের শূন্যে ঝুলতে দেখা গিয়েছে তাঁরা নেপালের এক মন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্য। তাঁদের সকলকে গণরোষের হাত থেকে উদ্ধার করছে সেনাবাহিনী।

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘নেজজ়ার’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। অনেকে আবার ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্নও তুলেছেন।

Advertisement

নেপালে গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছেন কেপি শর্মা ওলি। বর্তমানে সে দেশের শাসনভার রয়েছে সেনার হাতে। দেশ জুড়ে জারি রয়েছে কার্ফু। মঙ্গলবার যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, বুধবার সেই তুলনায় পরিস্থিতি অনেকটাই শান্ত ছিল। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে দেখতে চাইছেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবারও পরিস্থিতি শান্ত রয়েছে বলে খবর। কাঠমান্ডুর রাস্তায় পাহারা দিচ্ছে নেপালের সেনাবাহিনী। শহরে শৃঙ্খলা ফেরাতে সাধারণ মানুষকে ঘর থেকে না বেরোনোর নির্দেশ দিয়েছে সেনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement