ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
অলসতায় দিবারাত্রি ডুবে রয়েছে হাতির ছানা। ভরদুপুরেও আর চোখ খুলে রাখতে পারছে না সে। বসে থাকতে থাকতেই ঘুমে ঢুলে পড়ছে সে। আর থাকতে না পেরে কান দোলাতে দোলাতে শুয়েই পড়ল হস্তীশাবকটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ওয়াইল্ডলাইফ.রিপোর্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হস্তীশাবক পা মুড়ে বসে রয়েছে। তার দু’টি চোখ বন্ধ। বসে বসে ক্রমাগত কান দুলিয়েই চলেছে সে। হস্তীশাবকের বয়স মাত্র ১৪ দিন। নিদ্রাই কাটছে না তার। বসে থাকতে থাকতে ঘুমে ঢলে পড়ছিল সে।
ঘুমের ঘোরেই হঠাৎ চোখ মেলল হস্তীশাবক। কিন্তু জেগে থাকতে পারল না সে। তাই ঘুমিয়ে পড়ারই সিদ্ধান্ত নিল হাতির ছানা। ঘাসের উপর মাথা রেখে দিব্যি স্বপ্নের জগতে পাড়ি দিল সে। হাতির ঘুমিয়ে পড়ার ভিডিয়োটি দেখে হাসির বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘ঘুমে তো চোখ খুলেই রাখতে পারছে না। কুম্ভকর্ণ কোথাকার! ভিডিয়োটি দেখে আর হাসি থামাতে পারছি না।’’