viral video

ষাঁড়কে উত্ত্যক্ত করার ফল হাতেনাতে পেলেন তরুণ, শিংয়ের গুঁতোয় ঘাড় ভেঙে মৃত্যু! ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

ষাঁড়কে খেপিয়ে তার সঙ্গে লড়াইয়ের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এক তরুণ। নানা ভাবে উত্ত্যক্ত করার পর ষাঁড়টি রেগে তেড়ে আসে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ১৯:২৮
Share:

ছবি: সংগৃহীত।

ষাঁড়ের সঙ্গে লড়াই করতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। একটি উৎসব চলাকালীন ষাঁড়ের শিংয়ের গুঁতোয় শূন্যে উড়ে ঘাড়ে আঘাত পান তিনি। কয়েক মিনিটের মধ্যেই তিনি মারা যান। শনিবার ঘটনাটি ঘটেছে কলম্বিয়ায়। ষাঁড়ের লড়াইয়ের উৎসব চলাকালীন একটি ষাঁড় ৩৫ বছর বয়সি এক প্রতিযোগীকে গুঁতিয়ে প্রাণ কেড়ে নেয়। নিহত ব্যক্তির নাম ইয়োভানিস মার্কোজ়। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে ষাঁড়কে খেপিয়ে তার সঙ্গে লড়াইয়ের এক প্রতিযোগিতা চলছে। ফাঁকা মাঠে দাঁড়িয়ে রয়েছে একটি বিশাল ষাঁড়। মার্কোজ় ও আরও কয়েক জন সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ফাঁকা চত্বরে জড়ো হয়েছিলেন। প্রাণীটিকে নানা ভাবে উত্ত্যক্ত করার পর ষাঁড়টি রেগে তেড়ে আসে। ষাঁড়কে উত্তেজিত করছিলেন যাঁরা, তাঁদের মধ্যে ছিলেন মার্কোজ়। একটু বেশি উত্তেজিত হয়ে ষাঁড়টির দিকে এগিয়ে যান তিনি।

ভিডিয়োয় দেখা গিয়েছে, মার্কোজ় দৌড়ে এসে ডিগবাজি খাওয়ার চেষ্টা করছেন। ঠিক তখনই ষাঁড়টি এক পা এক পা করে এগিয়ে এসে শিং দিয়ে তাঁকে আঘাত করে। উত্তেজিত ষাঁড়টি মার্কোজ়কে মাটিতে শুইয়ে দেয়। তার পর শিং দিয়ে তাঁকে উল্টেপাল্টে ফেলে আঘাত করতে থাকে।আহত মার্কোজ় নিজে থেকেই উঠে দাঁড়ান এবং ছুটতে শুরু করেন। আশপাশের লোকেরা তাঁকে সাহায্য করার চেষ্টা করেন। তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান তিনি।

Advertisement

ভিডিয়োটি এক্স হ্যান্ডল থেকে ‘মারিয়া বারে৭৪’ নামের একটি হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই হাজার হাজার বার দেখা হয়েছে। ভিডিয়ো দেখে প্রচুর মানুষ প্রতিযোগীর পরিণতি দেখে দুঃখপ্রকাশ করেছেন। এক জন লিখেছেন, ‘‘বোকামির জন্য প্রাণ গেল তরুণের।’’ কলম্বিয়ায় ষাঁড়ের লড়াইয়ের এই উৎসবকে ‘কোরালেজা’ বলা হয়। এটি একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement