ছবি: সংগৃহীত।
কুমিরের মুখ থেকে পিছলে পালালো শিকার। জলের সবচেয়ে ভয়ঙ্কর শিকারি বলে ধরা হয় কুমিরকে। শিকারের উপর ঝাঁপিয়ে এক বার চোয়ালের মধ্যে এনে ফেলতে পারলেই হল। তাবড় তাবড় শিকারি প্রাণীও খাদ্যে পরিণত হয় জলের রাজার। কিন্তু এ-হেন মহাশিকারিরও ফাঁদ থেকে ফস্কে গেল নিরীহ এক শিকার। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি কোথায় বা কবে তোলা হয়েছে সে বিষয়ে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার জট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভাগ্যের হাতে পর্যুদস্ত হয়েছে শিকারি কুমির। শুরুতে দেখা যায় কুমিরটিকে কচ্ছপটিকে শিকার করে চোয়ালের সাহায্যে আটকে সেটিকে গিলে ফেলার চেষ্টা করছে। শরীরে পুরু কঠিন আস্তরণের কারণে, কচ্ছপটিকে পিষে ফেলতে পারছেনা। কচ্ছপটি দিকে কায়দা করে মুখে পেষার জন্য চোয়ালটিকে ফাঁক করতেই সুবর্ণ সুযোগ পায় কচ্ছপটি। কুমিরটি মুখ খোলার সঙ্গে সঙ্গে কচ্ছপটি চোয়াল থেকে পিছলে মাটিতে পড়ে যায়। মুখ থেকে পড়েও উভচর প্রাণীটি বুঝতে পারে বিপদ এখনও শেষ হয়নি। এমন পরিস্থিতিতে, সে সেখান থেকে যত দ্রুত সম্ভব পূর্ণ গতিতে পালাতে শুরু করে। কিছু ক্ষণের মধ্যেই, কুমিরটির দৃষ্টির বাইরে চলে যায়। প্রায় ১৪ সেকেন্ডের এই ফুটেজটি এর মাধ্যমে শেষ হয়।
জলে বসবাসকারী সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে গণ্য করা হয় কুমিরকে। শক্তিশালী বলে শুধু নয়, এর শিকার করার আশ্চর্য ক্ষমতাও রয়েছে। সেই রকম একটি প্রাণীকে ভাগ্যের হাতে মার খেতে দেখে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি এক্স হ্যান্ডলের ‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক বছর আগে পোস্ট করা হয়েছিল। ভিডিয়োটি সম্প্রতি আবার নজর কে়ড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি ৪৪ লক্ষ বার দেখা হয়েছে। ২১ হাজার মানুষ ভিডিয়োটি পছন্দ করেছেন। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন যে ‘‘বেচারা কচ্ছপটি ঠিকমতো হাঁটতেও পারছে না। জীবন বাঁচাতে দৌড়তেও সে ভয় পাচ্ছে।’’ দ্বিতীয় নেট মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘কচ্ছপটি আহত। কুমিরটি আবার জলে গিয়ে তাকে ধরে ফেলবে। বেচারা!’’