ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বাড়ি ফিরবেন বলে অনলাইন অ্যাপের মাধ্যমে অটো বুক করেছিলেন তরুণী। নির্দিষ্ট ঠিকানায় সময়মতো পৌঁছে গিয়েছিলেন অটোর চালক। কিন্তু অটোয় ওঠার পর থেকে তরুণী বিপদের আঁচ পেতে শুরু করেছিলেন। আয়না দিয়ে আড়চোখে তরুণীর দিকে বার বার সেই অটোচালক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। অটোয় চাপার কিছু ক্ষণ পর মোবাইল ফোনের চার্জ কমতে শুরু করে তরুণীর। তাই বান্ধবীকে মেসেজ করে পুরো ঘটনাটি জানিয়েছিলেন তিনি। কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটল বিপদ।
তরুণীর ব্যাগ থেকে টাকা চুরির চেষ্টা করছিলেন অটোর চালক। হাতেনাতে তা ধরে ফেললেন তরুণী। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘জাহ্নবী_জান_অফিসিয়াল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক অটোচালকের দিকে ক্যামেরা ঘুরিয়ে রয়েছেন তরুণী। অটোচালক বার বার বলে যাচ্ছেন যে, তিনি চুরি করেননি। কিন্তু তরুণী ছাড়বার পাত্রী নন। শেষ পর্যন্ত অটোচালক হাতজোড় করে ক্ষমা চেয়ে অটো চালিয়ে সেখান থেকে চলে যান।
ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে তরুণী জানান, তিনি বেঙ্গালুরুর বাসিন্দা। ১১ জুন রাত ৮টা ২৪মিনিটে মরাঠাহল্লি থেকে জেপি নগর যাওয়ার জন্য অনলাইন অ্যাপে অটো বুক করেছিলেন। অটোয় ওঠার পর চালক নাকি আয়না দিয়ে তাঁর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিলেন বলে তরুণীর দাবি। এই ঘটনাটি বান্ধবীকে মেসেজ করে জানিয়েছিলেন তরুণী। কিছু ক্ষণ পর তরুণী লক্ষ করেছিলেন যে, তাঁর ফোনের চার্জ শেষ হয়ে আসছে। তাই গন্তব্যে পৌঁছোনোর আগেই অনলাইনে টাকা দিয়ে দিয়েছিলেন তরুণী।
তাঁর দাবি, তরুণী যখন তাঁর বাড়ি থেকে এক কিলোমিটার দূরে, তখন তাঁর মা ফোন করে কফি পাউডার কিনে বাড়িতে ঢুকতে বলেন। মায়ের কথা শুনে মাঝপথে অটো থামিয়ে রাস্তা পার করে একটি দোকানে কফি পাউডারের খোঁজ করতে যান তরুণী। অটোর মধ্যে তরুণী তাঁর ব্যাগপত্র রেখে গিয়েছিলেন। কফি পাউডার না পাওয়ায় তাড়াতাড়ি ফিরে আসেন তরুণী।
অটোর কাছে পৌঁছে তিনি দেখেন যে, অটোচালক তরুণীর ব্যাগ থেকে টাকা চুরি করার চেষ্টা করছেন। তা দেখে চিৎকার শুরু করে দেন তরুণী। কিন্তু অটোচালক চুরির দায় নিতে অস্বীকার করেন। চালকের দাবি, রাস্তায় এক মহিলা তরুণীর ব্যাগ চুরির চেষ্টা করছিলেন। চালক সঙ্গে সঙ্গে ব্যাগ ধরে টান মেরেছিলেন। তরুণীর সঙ্গে তর্কে বেশি দূর না এগিয়ে অটো নিয়ে সেখান থেকে চলে যান চালক। তরুণী সেই চালকের বিরুদ্ধে অনলাইন অ্যাপে অভিযোগ জানিয়েছেন বলে দাবি।