ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
চলন্ত সিঁড়িতে চেপে উপরে উঠতে চাইছিল একটি বিড়াল। কিন্তু যতই সে সিঁড়ির ধাপে লাফিয়ে লাফিয়ে ওঠে, ততই সে নীচে নেমে যায়। চলন্ত সিঁড়ির কাণ্ডকারখানাই বুঝে উঠতে পারে না বিড়ালটি। তার করুণ পরিস্থিতি দেখে এক তরুণ বিড়ালটিকে উপরে ওঠার সিঁড়িতে বসিয়ে দেন। আসলে, বিড়ালটি নীচে নামার সিঁড়িতে চড়ে বসেছিল। তাই চলন্ত সিঁড়িতে উঠতে গিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিল সে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘টিআরটিওয়ার্ল্ড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিড়াল চলন্ত সিঁড়িতে চেপে বসেছে। সিঁড়ির এক একটি ধাপে লাফ দিয়ে যাচ্ছে সে। কিন্তু উপরে উঠতে পারছে না। আবার নীচের দিকেই নেমে যাচ্ছে বিড়ালটি। হঠাৎ একদৌড়ে বেশ কয়েকটি ধাপ টপকে গেল সে। বিড়ালটি ভাবল, এত দূর লাফিয়ে আসার পর ঠিক উপরে পৌঁছে যাবে।
তাই বিশ্রাম নেওয়ার জন্য চলন্ত সিঁড়ির একটি ধাপে বসে পড়ল সে। কিন্তু আবার সেই একই ঘটনা! চলন্ত সিঁড়িটি তাকে নীচে নিয়ে চলে গেল। এই ঘটনাটি ইস্তানবুলের বিমানবন্দরে ঘটেছে। বিড়ালের করুণ অবস্থা দেখে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন এক তরুণ। আসলে, বিড়ালটি নীচে নামার সিঁড়িতে উঠে পড়েছিল। কিন্তু সে চাইছিল উপরে উঠতে। বিড়ালটিকে কোলে নিয়ে তরুণ তাকে উপরে ওঠার সিঁড়ির একটি ধাপে বসিয়ে দিলেন। তার পর বিড়ালটিও বিনা বাধায় উপরে উঠে গেল।