Viral Video

পথচারীকে গুঁতিয়ে রাস্তায় আছড়ে ফেলল গরু, মারল পর পর লাথিও! উত্তরপ্রদেশের ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

শিং দিয়ে গুঁতো মেরে পথচারীকে রাস্তায় আছড়ে ফেলে দেয় গরুটি। তার পর শুরু হয় প্রৌঢ়ের উপর আক্রমণ। কখনও লাথি মেরে, কখনও আবার গুঁতো মেরে পথচারীর অবস্থা কাহিল করে দেয় সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিকেলের দিকে রাস্তায় হাঁটাহাঁটি করতে বেরিয়েছিলেন এক প্রৌঢ় পথচারী। কিন্তু তখনই হল বিপদ। এক গরু তেড়ে গেল প্রৌঢ়ের দিকে। দৌড়ে পালাবেন ভেবেও লাভ হল না তাঁর। গুঁতে মেরে প্রৌঢ়কে রাস্তায় আছড়ে ফেলল খ্যাপা গরুটি। তার পর শিং দিয়ে বারংবার গুঁতো মারতে লাগল পথচারীকে। ক্রমাগত লাথিও মেরে চলল গরুটি। তার পর স্থানীয়েরা গুরুতর আহত অবস্থায় ওই প্রৌঢ়কে উদ্ধার করেন এবং নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তরপ্রদেশের কানপুরের কল্যাণপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এক প্রৌঢ় পথচারীকে তাড়া করে একটি গরু। শিং দিয়ে গুঁতো মেরে তাঁকে রাস্তায় আছড়ে ফেলে দেয় গরুটি। তার পর শুরু হয় প্রৌঢ়ের উপর আক্রমণ। কখনও লাথি মেরে, কখনও আবার গুঁতো মেরে পথচারীর অবস্থা কাহিল করে দেয় সে।

বিপদ থেকে প্রৌঢ়কে বাঁচাতে সেখানে ছুটে যান স্থানীয়েরা। লাঠি দিয়ে মেরে গরুটিকে তাড়ানোর চেষ্টা করেন তাঁরা। গরুটি একটু দূরে সরলে প্রৌঢ় কোনও রকমে উঠে বসেন। তা দেখে আরও খেপে যায় গরুটি। আবার প্রৌঢ়ের দিকে তেড়ে গিয়ে মারতে শুরু করে সে। উপায় না দেখে স্থানীয়েরা একটি টোটো নিয়ে সেখানে পৌঁছোন।

Advertisement

গরুটিকে সেখান থেকে তাড়িয়ে ওই প্রৌঢ়কে গাড়ির মধ্যে তোলেন তাঁরা। গরুটিও টোটোর সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে থাকে। টোটোটি তার নাগাল থেকে বেরিয়ে গেলে সে আবার রাস্তার অন্য দিকে ছুটে যায়। সেই প্রৌঢ়কে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement