Viral Video

গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিল কাছিম! লম্বা গলা বাড়িয়ে বন্ধুকে ঠেলে এগিয়ে দিল জিরাফ, মজার ভিডিয়ো ভাইরাল

কাছিমের এমন ধীর গতি মোটেও পছন্দ হচ্ছিল না জিরাফটির। তাই সামনের পা দু’টি ফাঁকা করে গলা নীচু করে সামনের দিকে ঝুঁকে পড়ল সে। মুখ দিয়ে কাছিমটিকে ঠ্যালা মারতে শুরু করল জিরাফটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১০:৩২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যাচ্ছে জিরাফ। কিন্তু তার বন্ধু গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। এত ধীর গতি মোটেই পছন্দ হল না জিরাফের। লম্বা গলা নীচে ঝুঁকিয়ে, কাছিমের পিছনে সে মারল ঠ্যালা। দীর্ঘকায় বন্ধুর ঠ্যালা খেয়ে অনেকটা এগিয়ে গেল কাছিম। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘হার্বিভোরকিংডম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জিরাফের দলের সঙ্গে খাঁচার ভিতর ঘোরাফেরা করছে একটি ছোট কাছিম। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে সে। কাছিমের পিছনে দাঁড়িয়েছিল একটি জিরাফ।

কাছিমের এমন ধীর গতি মোটেও পছন্দ হচ্ছিল না জিরাফটির। তাই সামনের পা দু’টি ফাঁকা করে গলা নীচু করে সামনের দিকে ঝুঁকে পড়ল সে। মুখ দিয়ে কাছিমটিকে ঠ্যালা মারতে শুরু করল জিরাফটি। কাছিম যেন তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে, তাই বন্ধুকে সাহায্য করছিল জিরাফটি। জিরাফের ঠ্যালা খেয়ে কাছিমটিও হাঁটার গতি বাড়ানোর চেষ্টা করতে থাকল। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে মজার এই ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কাছিমকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে জিরাফটি। কিন্তু কাছিম তো তার সঙ্গে পেরে উঠবে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement