Viral Video

শিকারের দিকে কড়া নজর! পিছনের পায়ে ভর দিয়ে অবিকল মানুষের মতো দাঁড়িয়ে পড়ল চিতাবাঘ, ভিডিয়ো ভাইরাল

রাস্তায় দাঁড়িয়ে পিছনের দু’পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকাল চিতাবাঘটি। ইম্পালার গতিপ্রকৃতি বোঝার জন্য খাড়া হয়ে দাঁড়িয়ে ঘাড় উঁচু করে স্থির হয়ে দাঁড়িয়েছিল সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৩:০৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলের মধ্যে মনের সুখে ঘোরাঘুরি করছে একটি ইম্পালা। কিছু ক্ষণ পরেই যে চিতাবাঘের শিকারে পরিণত হবে তা ঘুণাক্ষরেও টের পায়নি। দূর থেকেই নিজের শিকারকে লক্ষ করেছে হিংস্র শ্বাপদ। কিন্তু তার দিকে ছুটে যাচ্ছে না সে। দূরে দাঁড়িয়ে শিকারের গতিপ্রকৃতি লক্ষ করছিল চিতাবাঘটি। জঙ্গলের ধারে পাকা রাস্তায় দাঁড়িয়ে পিছনের দু’পায়ে ভর দিয়ে একেবারে খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল শিকারি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।

Advertisement

পরবীন কাসওয়ান নামের এক আইএফএস আধিকারিক তাঁর অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, জঙ্গলের ধার দিয়ে পাকা রাস্তা ধরে হেঁটে যাচ্ছে একটি চিতাবাঘ। জঙ্গলের ভিতর একটি ইম্পালা ঘোরাফেরা করছে। শিকারের জন্য ইম্পালার দিকে নজর পড়েছে চিতাবাঘের।

ইম্পালাটিকে শিকার করার আগে ভাল ভাবে ছক কষে নিতে চাইছিল সে। তাই রাস্তায় দাঁড়িয়ে পিছনের দু’পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকাল। ইম্পালার গতিপ্রকৃতি বোঝার জন্য খাড়া হয়ে দাঁড়িয়ে ঘাড় উঁচু করে স্থির দাঁড়িয়েছিল চিতাবাঘটি। অবিকল মানুষের মতো দু’পায়ে খাড়া দাঁড়িয়ে ছিল সে।

Advertisement

এই ঘটনাটি সাউথ আফ্রিকার ক্রুগের জাতীয় উদ্যানে ঘটেছে। চিতাবাঘকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘কী সুন্দর দু’পায়ে ভর দিয়ে সোজা দাঁড়িয়ে রয়েছে চিতাবাঘটি। দেখতেও ভাল লাগছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement