Viral Video

বিমানবন্দরে যাত্রীর তাণ্ডব! ডেস্কে আগুন ধরিয়ে, ভাঙচুর করে পুলিশের হাতে গ্রেফতার তরুণ, ভাইরাল ভিডিয়ো

বিমানবন্দরের এক কর্মী সেই তরুণকে থামানোর চেষ্টা করেন। কিন্তু হাতাহাতির ফলে আহত হন সেই কর্মী। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১৭:০৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দিনের ব্যস্ত সময়ে বিমানবন্দরে প্রবেশ করে তাণ্ডব শুরু করলেন তরুণ যাত্রী। কখনও দেওয়ালে লাগানো স্ক্রিনগুলি ভাঙচুর করলেন। কখনও বা হাতুড়ি দিয়ে টেবিলে মেরে বিমানবন্দরের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি, একটি টেবিলের উপর আগুন লাগিয়ে সেখান থেকে সরে যেতেও দেখা গিয়েছে তরুণকে।

Advertisement

বিমানবন্দরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। তৎক্ষণাৎ বিমানবন্দরের পুলিশের হাতে গ্রেফতার হন অভিযুক্ত তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘কনসার্নড সিটিজ়েন’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিমানবন্দরে একটি টেবিলের উপর দাউদাউ করে আগুন জ্বলছে। অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করছেন এক কর্মী। অন্য দিকে, এক তরুণ হাতুড়ি দিয়ে বিমানবন্দরের দেওয়ালে লাগানো স্ক্রিনগুলি ভাঙার চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বিমানবন্দরের পুলিশ পৌঁছোয়। তরুণ যাত্রীকে গ্রেফতার করে তারা।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ মিলানের মালপেনসা বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে এই ঘটনাটি ঘটেছে। বিমানবন্দরে ঢোকার পর এক তরুণ যাত্রী ভাঙচুর শুরু করেন বলে পুলিশের দাবি। এমনকি, একটি টেবিলে আগুনও ধরিয়ে দেন। তা লক্ষ করে বিমানবন্দরের এক কর্মী তাঁকে থামানোর চেষ্টা করেন। কিন্তু হাতাহাতির ফলে আহত হন সেই কর্মী।

প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হন। সঙ্গে সঙ্গে ১ নম্বর টার্মিনাল থেকে যাত্রীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। তরুণের এই কাণ্ডে একাধিক বিমান নির্দিষ্ট সময়ে ছাড়তে পারেনি। গ্রেফতারির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার বিমান পরিষেবা স্বাভাবিক হয়। বিমান কর্তৃপক্ষের তরফে পরে এই ঘটনার ব্যাখ্যা দিয়ে জানানো হয় যে, সেই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। এই ঘটনায় বিমান পরিষেবা কিছু সময়ের জন্য ব্যহত হলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement