ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মন দিয়ে ব্যাঙ্কের কাজকর্ম সারছিলেন অফিসের কর্মীরা। হঠাৎ ভয় পেয়ে চেয়ার ছেড়ে দৌড়োদৌড়ি করতে শুরু করলেন তাঁরা। কেউ কেউ আবার চেয়ার-টেবিলের উপর দাঁড়িয়েও পড়লেন। কারণ, অফিসের ভিতর ঢুকে পড়েছে একটি সাপ। তা দেখেই আত্মারাম খাঁচাছাড়া অবস্থা ব্যাঙ্কের কর্মীদের। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘হ্যালোব্যাঙ্কার’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভিতর সাপ ঢুকে পড়েছে। তা দেখে ভয়ে চেয়ার ছেড়ে উঠে পড়েছেন কর্মীরা। কেউ কেউ আবার টেবিলের উপর উঠে দাঁড়িয়ে পড়েছেন।
ভয়ে অফিসের এক দিক থেকে অন্য দিকে ছুটে যাচ্ছেন কয়েক জন কর্মী। অফিসের এক কর্মীকে দেখা গেল, উঁচু লকারের উপর উঠে বসে পড়েছেন। পরে সাহস করে হাতে ওয়াইপার নিয়ে সাপের দিকে এগিয়ে গেলেন এক তরুণ কর্মী। ওয়াইপার দিয়ে সাপটিকে অফিস থেকে বার করলেন তিনি। সম্প্রতি এই ঘটনাটি মধ্যপ্রদেশের গ্বালিয়রের দাতিয়ার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি শাখায় ঘটেছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘ব্যাঙ্কের কর্মীরা এ রকম ‘গ্রাহক’ দেখে ভয়ে সিঁটিয়ে গিয়েছেন।’’