Viral Video

‘শিবের বাহন’-এর তেজে কুঁকড়ে গেল জোড়া জাগুয়ার, পালাল লেজ গুটিয়ে! ভাইরাল ভিডিয়ো

মস্ত বড় একটি ষাঁড়কে হেঁটে আসতে দেখে ভয় পেল দুই জাগুয়ার! কেবল ভয়ই পেল না, পড়ি কি মরি করে দৌড় দিয়ে সেখান থেকে পালিয়েও গেল তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৫ ১০:৪০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

জঙ্গলের ভয়ঙ্কর বাইসন হোক বা ‘জলের রাজা’ কুমির, জাগুয়ারের ক্ষুধার শিকার হতে হয় সকলকেই। কোনও প্রাণীকে দেখে ভয়ে পিছিয়ে যাওয়ার চিন্তা তাদের মাথায় নেই বললেই চলে। কিন্তু সমাজমাধ্যমের পাতায় সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিয়ো দেখলে সেই ভাবনা বদলাতে বাধ্য। মস্ত বড় একটি ষাঁড়কে হেঁটে আসতে দেখে ভয় পেল দুই জাগুয়ার! কেবল ভয়ই পেল না, পড়ি কি মরি করে দৌড় দিয়ে সেখান থেকে পালিয়েও গেল তারা। ষাঁড়টি প্রথমে সেগুলিকে বিশেষ পাত্তা না দিলেও পরে তাদের ভয় দেখে যেন মজাই পেল। হিংস্র শ্বাপদেরা তাকে ভয় পাচ্ছে, তাই দেখে সে-ও শিং উঁচিয়ে ছুটে গেল। তাতেই ‘বেচারা’ জাগুয়ার দু’টির আত্মারাম প্রায় খাঁচাছাড়া হওয়ার জোগাড়। চমকে দেওয়া সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে সাউথ কোরিয়ার প্যান্টানালে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মাটির রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে দু’টি জাগুয়ার। সেই রাস্তার উল্টো দিক দিয়ে হেঁটে আসছে একটি ষাঁড়। সেটিকে দেখে ভয়ে কুঁকড়ে গেল হিংস্র শ্বাপদ দুটি। জাগুয়ার দু’টি ভয় প্রকাশ না করার প্রাণপণ চেষ্টা করা সত্ত্বেও তাদের চালচলনে মনের কোণে থাকা আতঙ্ক ফুটে উঠল। জাগুয়ার দু’টি প্রথমে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করল। কিন্তু ষাঁড়টি তাদের দিকে এগিয়ে আসতেই রাস্তার ধারে চলে গেল তারা। ষাঁড়টিও জাগুয়ার দু’টির ভয়ের সুযোগ নিল। তেড়ে গেল হিংস্র শ্বাপদ দু’টির দিকে। জাগুয়ার দু’টি তৎক্ষণাৎ সেখান থেকে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘অজয়_মিশ্র’ নামের এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে প্রচুর লাইক ও কমেন্ট পড়েছে। ইতিমধ্যে প্রায় চার লক্ষ ৩৭ হাজার নেটাগরিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। প্রায় দেড় হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement