Viral Video

প্রকাণ্ড মাছেদের খাবার দেওয়ার শখ, খাওয়াতে গিয়ে জলে পড়ে নিজেই ‘খাবার’ হচ্ছিলেন তরুণ! ভাইরাল ভিডিয়ো

কাঠের পাটাতনের উপর বসে মাছগুলির দিকে হাত বাড়ালেন তরুণ। তাঁর নিজের হাতে রয়েছে একটি ছোট্ট মাছ। জলে ঘুরে বেড়ানো বড় মাছগুলিকে খাওয়ানোর জন্য তাঁর হাতে সেই মাছ। একটি মাছ সেটিকে খাওয়ার জন্য উঠে এল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১৩:১৪
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

জলাধারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে অজস্র মাছ। তারা সকলেই আকারের দিক দিয়ে বেশ বড়। সেই মাছগুলিকে খাবার খাওয়ানোর জন্য এগিয়ে গেলেন এক তরুণ। কাঠের পাটাতনের উপর বসে মাছগুলির দিকে হাত বাড়ালেন তরুণ। তাঁর নিজের হাতে রয়েছে একটি ছোট্ট মাছ। জলে ঘুরে বেড়ানো বড় মাছগুলিকে খাওয়ানোর জন্য তাঁর হাতে সেই মাছ। একটি মাছ সেটিকে খাওয়ার জন্য উঠে এল। হাতে থাকা মাছটি উঠে আসা মাছের ধাক্কা খেয়ে পড়ে গেল। কিন্তু তরুণ হাতটা তখনও আগের মতোই ছড়িয়ে বসে রইলেন। তার ঠিক পরেই জল থেকে লাফিয়ে উঠে এল বৃহৎ আকৃতির আরও একটি মাছ। সে এসে তরুণের হাতটিকে কামড়ে ধরল। পরক্ষণেই ছেড়েও দিল। কিন্তু তরুণ নিজের দেহের ভারসাম্য রাখতে পারলেন না। জলের মধ্যে উল্টে পড়ে গেলেন তিনি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জলাধারের পাশে কাঠের পাটাতনের উপর হাতে ছোট্ট একটি মাছ নিয়ে বসে রয়েছেন এক তরুণ। সেই জলাধারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য বৃহৎ আকৃতির মাছ। তরুণের হাতে থাকা ছোট্ট মাছটি তাদের দেওয়ার জন্যই। মাছ ধরা হাতটিকে জলাধারের দিকে বাড়িয়ে বসে রয়েছেন তিনি। সেটিকে খাওয়ার লোভে একটি মাছ জল থেকে লাফ দিয়ে উঠে এল। সেটির ধাক্কায় তরুণের হাতে থাকা ছোট্ট মাছটি জলে পড়ে গেল। তার পরই উঠে এল আরও একটি মাছ। সে এসে তরুণের হাত কামড়ে ধরল। তরুণ হকচকিয়ে গেল। মাছটি তরুণের হাত ছেড়ে জলের নীচে গেল, সঙ্গে করে তরুণকেও নিয়ে গেল। তরুণ ভারসাম্য হারিয়ে জলের মধ্যে পড়ে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘বিগ_গাটার’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় দেড় লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম মন্তব্য করে নেটাগরিকেরা ভিডিয়োটির মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement