Viral Video

জঞ্জাল কুড়োতে গিয়ে চমকে গেলেন তরুণী, পেলেন একলাখি ব্যাগ, খাট! কী করবেন, জানালেন তা-ও, ভিডিয়ো ভাইরাল

আবর্জনার পাত্রের সামনে মহিলাদের একটি ব্যাগ দেখে সে দিকে ছুটে যান ক্লডিয়া। ব্যাগটি বিলাসবহুল ব্র্যান্ডের তৈরি। একটি জায়গায় সামান্য ছিঁড়ে যাওয়ায় তা ফেলে দিয়েছেন কেউ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৬:১৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কারও কাছে জঞ্জাল, কারও কাছে আবার সেই জিনিসই মূল্যবান। পুরনো হয়ে গেলেও দামি জিনিসের মূল্য কমে যায় না, এমনটাই বিশ্বাস করেন তরুণী। তাই গাড়ি চালিয়ে জঞ্জাল কুড়োতে বেরিয়ে পড়েন তিনি। তবে, সেই সন্ধান চালান ধনীদের এলাকায়। জঞ্জাল কুড়োতে গিয়েই এক লক্ষ টাকার ব্যাগ খুঁজে পান তরুণী। ধনীদের বাড়ির সামনে থেকে আরও দামি দামি জিনিস কুড়িয়ে নেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দ্যরিডগুডউইল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী গাড়ি চালিয়ে আবর্জনা কুড়োতে বেরিয়েছেন। ধনীরা যে এলাকায় থাকেন, সেখানেই জঞ্জাল কুড়োতে গিয়েছিলেন তরুণী। তরুণীর নাম ক্লডিয়া ভন। জঞ্জালের সামনে অব্যবহৃত জিনিসপত্রও রেখে দিয়েছেন তাঁরা। অধিকাংশ জিনিসই সামান্য ভেঙেচুরে গেলেও তা ফের মেরামত করে ব্যবহার করা যেতে পারে। শিশুদের ঘুম পাড়ানোর বিছানা থেকে শুরু করে খাট, কম্পিউটার টেবিলের মতো বহু জিনিস আবর্জনার পাত্রের সামনে দেখতে পেলেন ক্লডিয়া। এই সমস্ত জিনিস তিনি কুড়িয়ে নেবেন বলে দাবিও করলেন।

হঠাৎ আবর্জনার পাত্রের সামনে মহিলাদের একটি ব্যাগ দেখে সে দিকে ছুটে যান ক্লডিয়া। ব্যাগটি বিলাসবহুল ব্র্যান্ডের তৈরি। একটি জায়গায় সামান্য ছিঁড়ে যাওয়ায় তা ফেলে দিয়েছেন কেউ। ব্যাগটি দেখে আর লোভ সামলাতে পারলেন না ক্লডিয়া। তিনি জানালেন, সেই ব্যাগটির দাম ১৫৯০ ডলার (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১ লক্ষ ৪২ হাজার ৫৩৭ টাকা)। এই দামি ব্যাগটি নিয়ে গাড়িতে উঠে পড়লেন ক্লডিয়া।

Advertisement

ব্যাগের ভিতর থেকে একটি হেয়ারব্যান্ড পেয়ে তা পরে নিলেন তিনি। ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকের উদ্দেশে বললেন, ‘‘আমি এ ভাবে ব্যাগ থেকে বার করে এই নোংরা হেয়ারব্যান্ডটা পরে ফেললাম বলে অনেকেই নানা ধরনের মন্তব্য করতে পারেন।’’ ক্লডিয়ার দাবি, ধনী ব্যক্তিদের কাছে যা জঞ্জালের সমান, তা অনেকের কাছে বিলাসিতা। সে কারণেই এই পদক্ষেপ করেছেন তিনি। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘আপনি কোনও অন্যায় করছেন না। এই জিনিসগুলি ফেলে দেওয়ার চেয়ে আবার ব্যবহার করা ভাল। যাঁদের প্রয়োজন তাঁরাই বরং ব্যবহার করুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement