Viral Video

খাঁচায় আদরে মত্ত দুই ভিন্‌জাতের শিকারি! চলল চুম্বনও, জাগুয়ার আর ব্ল্যাক প্যান্থারের ভিডিয়োয় আলোড়ন নেটপাড়ায়

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, খাঁচার মধ্যে একটি উঁচু বেদিতে বসে রয়েছে একটি জাগুয়ার। নীচে দাঁড়িয়ে ব্ল্যাক প্যান্থার। কিছু ক্ষণ পরে ব্ল্যাক প্যান্থারটিও বেদির উপর ওঠার চেষ্টা করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৩:৫৮
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

দু’জনেই বন্য। দু’জনেই ভয়ঙ্কর শিকারি। এবং দু’জনেই ভিন্ন জাতের। তীব্র গতিতে দৌড়ে শিকার ধরতে পটু দু’জনেই। একটি খাঁচার মধ্যে আদরে, খেলায় মত্ত হতে দেখা গেল সেই জাগুয়ার এবং ব্ল্যাক প্যান্থারকে। দু’জনে দু’জনকে ‘চুম্বন’ দিয়ে করল ভালবাসার প্রকাশ। সে রকমই একটি মন ভাল করা ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খাঁচার মধ্যে একটি উঁচু বেদিতে বসে রয়েছে একটি জাগুয়ার। নীচে দাঁড়িয়ে ব্ল্যাক প্যান্থার। কিছু ক্ষণ পরে ব্ল্যাক প্যান্থারটিও বেদির উপর ওঠার চেষ্টা করে। তখনই এগিয়ে আসে জাগুয়ারটি। একে অপরের গায়ে গা ঘষে আদর করতে থাকে তারা। এর পর ব্ল্যাক প্যান্থারটি নেমে যায়। কিছু ক্ষণ পরে আবার ওঠার চেষ্টা করে। আবার শুরু হয় একে অপরকে আদর। দু’জনে দু’জনের গায়ে মাথা ঘষে ভালবাসা জাহির করে। পরে একে অপরকে জড়িয়ে শুয়ে পড়ে। একসঙ্গে খেলতেও দেখা যায় তাদের। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি ‘লিনদ্রো_সিলভেরা_আইওপি’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, ব্ল্যাক প্যান্থারটির নাম পালোমিনা এবং জাগুয়ারটির নাম থর। তারা সঙ্গমসঙ্গী। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। চার লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভাল ভাল মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘পালোমিনা এবং থরকে শুভেচ্ছা। তারা যেন এ ভাবেই একসঙ্গে থাকতে পারে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement