ছবি: এক্স থেকে নেওয়া।
ভরা বর্ষায় বেহাল দশা রাস্তার। বড় গর্ত হয়ে গিয়েছে। সেই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় ওই গর্ত দিয়ে সোজা ‘পাতালে’ পৌঁছে গেলেন এক যুবক। বাইক-সহ বেশ কয়েক ফুট গভীর গর্তে পড়ে গেলেন তিনি। চণ্ডীগড়ে সেক্টর-৪৮ এলাকার কাছের একটি রাস্তায় ঘটনাটি ঘটে। আরোহী এবং বাইককে খুঁজতে বেগ পেতে হয় প্রশাসনকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভারী বর্ষণের কারণে রাস্তায় ধস নেমে গর্ত তৈরি হয়েছে। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাইক-সহ গর্তে পড়ে যান এক যুবক। সঙ্গে সঙ্গে দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল এসে বাইকচালককে উদ্ধার করে। এর পর বাইকটি তুলে আনতে কসরত করেন দমকলকর্মীরা। অবশেষে বাইকটিও উদ্ধার করা হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে বরুণ ভট্ট নামের এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক আর কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘‘চণ্ডীগড়ের রাস্তাঘাটের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে।’’ অন্য জন আবার মজা করে লিখেছেন, ‘‘জীবদ্দশায় পাতালপ্রবেশ হল বাইক-আরোহীর।’’