Viral Video

‘মেট্রোটা কি তোর বাবার?’ আসনে বসা নিয়ে চলন্ত মেট্রোয় একে অপরকে বাপবাপান্ত দুই তরুণীর, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মেট্রোর ভিড় কামরায় মহিলারা বসে রয়েছেন। দাঁড়িয়েও রয়েছেন অনেকে। এর মধ্যেই দুই তরুণীর মধ্যে ঝামেলা বেধেছে আসনে বসা নিয়ে। ঝগড়া করতে করতে একে অপরের বাপবাপান্ত করতে শুরু করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুন ২০২৫ ১৫:১২
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

কখনও স্বল্পবসনা তরুণীর মেট্রোয় ওঠা, কখনও মেট্রোর ভিতরে যাত্রীদের সামনে তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়া, কখনও বসার জায়গা নিয়ে মারামারি— দিল্লি মেট্রোর এমন নানা দৃশ্য প্রকাশ্যে এসেছে বার বার। এর জেরে বার বারই খবরের শিরোনামে এসেছে রাজধানীর মেট্রো। অদ্ভুত কাণ্ডের জেরে দিল্লির মেট্রো আবার খবরের শিরোনামে। এ বার আসনে বসা নিয়ে একে অপরের বাপবাপান্ত করতে দেখা গেল দুই তরুণীকে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি মেট্রোর ভিড় কামরায় মহিলারা বসে রয়েছেন। দাঁড়িয়েও রয়েছেন অনেকে। এর মধ্যেই দুই তরুণীর মধ্যে ঝামেলা বেধেছে আসনে বসা নিয়ে। ঝগড়া করতে করতে একে অপরের বাপবাপান্ত করতে শুরু করেন। এক জন অন্য জনকে বলেন, ‘‘মেট্রো কি তোর বাবার?’’ উত্তরে অন্য জন বলেন, ‘‘যা নিজের বাবার কাছে যা।’’ এর পরে আরও বেশি কিছু ক্ষণ সেই নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় চলে তাঁদের মধ্যে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। সেই পোস্টে দাবি করা হয়েছে, ঘটনাটি দিল্লি মেট্রোর। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘দিল্লি মেট্রো কম, বিগ বসের ঘর বেশি মনে হচ্ছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এটা নিত্য দিনের ঘটনা হয়ে যাচ্ছে। এদের মতো যাত্রীদের উঠতে দেওয়া উচিত নয় মেট্রোয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement